• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছবিতে নেই হাসির ছিটেফোঁটাও, খারাপ ছবির তালিকায় ১ নম্বরে বরুণ-সারার কুলি নম্বর ১

গত ২৫শে ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে (Amazon Prime) রিলিজ হয়েছে ‘কুলি নং ১ (Coolie No. 1)’। ১৯৯৫ এর গোবিন্দা আরকরিশ্মা কাপুর অভিনীত ছবি ‘কুলি নং ১’ এর রিমেক এই ছবিটি। ১৯৯৫ এ ছবির পরিচালক ছিলেন ডেভিড ধাওয়ান (David Dhawan)। এবার চরিত্র ও গল্প একই রেখে গোবিন্দার বদলে ডেভিডপুত্র বরুন ধাওয়ান (Varun Dhawan)ও করিশ্মা কাপুরের বদলে সাইফপুত্রী সারা আলী খানকে (Sara Ali Khan) নিয়ে হয়েছে ছবি। ছবিটি মুক্তির আগে থেকেই ট্রোলের শিকার হয়েছিল। দর্শকদের যে এই ছবি একেবারেই না-পসন্দ করেছেন তা IMDb রেটিং তালিকা দেখলেই বোঝা যায়। সেখানে ১০ এর মধ্যে ১.৪ নম্বর পেয়েছে বরুন ও সারার ছবি ‘কুলি নং ১’। আর তার ঠিক নিচেই রয়েছে আলিয়া ভাট (Alia Bhatt) ও সঞ্জয় দত্ত (Sanjay Dutta) অভিনীত ‘সড়ক ২’(Sarak 2) যার রেটিং (১.১)।

varun dhawan sara ali khan বরুন ধাওয়ান সারা আলী খান

১৯৯৫ সালে গোবিন্দা ও করিশ্মাকে নিয়ে পরিচালক তৈরি করেছিলেন ‘কুলি নম্বর ১’, সেই ছবিরই রিমেক এই ফিল্ম। কিন্তু সময়ের সাথে সাথে পাল্টেছে সিনেমার ধরণ। পুরোনো বস্তাপচা গল্পের গায়ে নতুন করে লিপস্টিক লাগিয়ে আর আধুনিক পোশাক পরিয়ে নামিয়ে দিলে কীভাবে চলবে! ছবিতে বরুন ধাওয়ান ও সারা আলী খানের অভিনয় দেখতে বসে হাসি তো দূর, বেশ খানিকটা সময় নষ্ট হয়ে গেছে বলে মনে করছেন দর্শকেরা।

varun dhawan sara ali khan বরুন ধাওয়ান সারা আলী খান

শুধু দর্শক নয়, সমালোচকদের মন জয়েও মূলত ব্যর্থ হয়েছে এই ছবি। টুইটারেও খুব খারাপ রিভিউ কুলি নম্বর ১-এর। ছবি নিয়ে চলছে ব্যাপক মিম বাজি। বিশেষত ট্রেনের ওপর ঝাঁপ দিয়ে দৌড়ে বাচ্চাকে বাঁচানোর দৃশ্য নিয়ে হাসরি রোল উঠেছে সোশ্যাল মিডিয়াতে। এক কথায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা বলিউডের মুখ বাঁচাতে ব্যর্থ বরুন সারার ‘কুলি নং ১’।

site