বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অন্যতম জনপ্রিয় সেলিব্রেটি জুটি (Celebrity Couple) হলেন রাজা গোস্বামী (Raja Goswami) এবং অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ভালোবাসা ডট কম’ (Valobasa Dot Com)-এর হাত ধরেই বাংলার ঘরে ঘরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন পর্দার এই ওম-তোড়া (Om-Tora) জুটি।
দর্শকমহলে এই সিরিয়ালের ক্রেজ এতটাই বেশি ছিল যে সিরিয়াল শেষ হয়ে যাওয়ার এত বছর পরেও দর্শক ভুলতে পারেননি পর্দার ওম তোড়া জুটিকে। প্রসঙ্গত এই সিরিয়ালের সেট থেকেই পর্দার ওম তোড়ার প্রেম গড়িয়েছে বাস্তবে। যা আজও রয়েছে একেবারে নতুনের মতো। এখন স্বামী সন্তান কেশবকে নিয়ে সুখী গৃহকোণ মধুবনীর।

আদর-যত্নে সারাক্ষণ ছেলে কেশবকে তুলোয় মুড়ে রাখেন অভিনেত্রী। বহুদিন হল টিভির পর্দা থেকে দূরেই রয়েছেন অভিনেত্রী। সারাক্ষণ তার নজর থাকে ছোট্ট কেশবের দিকেই। অন্যদিকে রাজা এখন স্টার জলসার একের পর সিরিয়ালে চুটিয়ে অভিনয় করে চলেছেন। এছাড়াও মাঝেমধ্যেই নিজেদের ইউটিউব চ্যানেল ‘রাজা মধুবনী’ -তে সারাদিনের ব্যস্ত জীবনের নানান মুহূর্ত নিয়ে হাজির হন এই জুটি।
প্রসঙ্গত টানা ৭ বছর চুটিয়ে প্রেম করার পর আজ থেকে প্রায় ৬ বছর আগে অর্থাৎ ২০১৭ সালে একে অপরের সাথে সাতপাকে বাঁধা পড়েছিলেন বাংলা টেলিভিশনের এই ওম-তোড়া জুটি। মাঝে কেটে গিয়েছে ৪ বছর। এরপর ২০২১ সালের ৯ এপ্রিল রাজা মধুবনীর কোল আলো করে এসেছে তাদের নয়নের মণি অর্থাৎ একমাত্র ছেলে কেশব (Keshav) ৷
উল্লেখ্য রাজা মাধুবনীর মিষ্টি প্রেম থেকে কেশব কে নিয়ে সুখী গৃহকোণ একথা কমবেশি সকলেরই জানা। কিন্তু অনেকেই হয়তো জানেন না টলিপাড়ার এই সেলেব কাপলের মধুচন্দ্রিমার অজানা কথা। সিক্রেট ফাঁস করে এপ্রসঙ্গে একবার দাদাগিরির মঞ্চে অভিনেত্রী জানিয়েছিলেন বিয়ের পর হানিমুনে তাঁরা ব্যাঙ্কক, পটয়া ঘুরতে গিয়েছিলেন।

সেখানে গিয়েই অভিনেত্রী প্রথম জানতে পারেন রাজার একটা বাজে অভ্যাস আছে। আর সেটা হল কিপ্টেমি।সেই কিপ্টেমির উদাহরণ দিয়ে মধুবনী বলেন ‘আমাকে সারা শহর হাঁটিয়েছিল। আমায় বলল কলকাতায় তো ঘুরতে পারি না, অনেকে এসে সেলফি তোলে। তা হলে আমরা হেঁটেই শহরটা ঘুরি। তার পর সারা দিন ঘুরে হোটেলে ফেরার পর ওকে জিজ্ঞেস করি, তুমি টাকা বাঁচাতে আমায় হেঁটে ঘুরতে বললে তাই না!’