• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভেস্তে গেল রঞ্জার প্লান! আহিরকে প্রেমের প্রস্তাব দেওয়ার আগেই রঙ্গনের সাথে তুমুল নাচ পিলুর

আজকালকার দিনে ঘরে বসে বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে উঠেছে সিরিয়াল। তাই দিনে দিনে দর্শকমহলেও বাড়ছে সিরিয়ালের চাহিদা। আর দর্শকদের এই চাহিদার কথা মাথায় রেখেই আনা হচ্ছে ভিন্ন স্বাদের নিত্যনতুন গল্প। সম্প্রতি একেবারে এমনই এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হয়েছে জি বাংলার নতুন সিরিয়াল পিলু (Pilu)। সিরিয়ালের নায়িকা পিলুর নামেই করা হয়েছে এই ধারাবাহিকের নামকরণ।

সিরিয়ালের নায়কের নাম আহির (Ahir)। শুরু থেকেই দর্শকরা দেখেছেন পিলু আর আহিরের এই মিষ্টি প্রেমের গল্পে বিশেষ প্রাধান্য পেয়ে আসছে গান। ইতিমধ্যেই সকলে জানেন ধারাবাহিকে নায়িকা পিলুর চরিত্রে অভিনয় করছেন ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত প্রতিযোগি তথা নবাগতা অভিনেত্রী মেঘা দাঁ (Megha Dawn)। আর তার সাথেই জুটি বেঁধে আহির চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা গৌরব রায় চৌধুরী (Gourab Roy Chowdhury)।

   

পিলু,Pilu,আহির,Ahir,রঙ্গন,Rangan,রঞ্জা,Ranjha,ভ্যালেন্টাইন্স ডে,Valentine's Day

ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গিয়েছে গুরুজি আহিরের হাত ধরে ফের একবার কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী আদিত্য নারায়ণের গুরুকুলে গান শিখতে গিয়ে অপমানিত হয় পিলু। সিরিয়ালে দেখা গিয়েছে পিলুর গ্রামে চলছিল টুসু পরব। আর সেই পরবের শুভ দিনে দেবী টুসুর সামনেই চূড়ান্ত নাটকীয়ভাবে মালা বদল হয়ে যায় পিলু আর আহিরের।

পিলু,Pilu,আহির,Ahir,রঙ্গন,Rangan,রঞ্জা,Ranjha,ভ্যালেন্টাইন্স ডে,Valentine's Day
গুরুকুলে এসে এই সমস্ত কথাই সবার থেকেই চেপে যায় পিলু আর আহির। উল্লেখ্য গতকাল ছিল ভ্যালেন্টাইনস ডে। পিলুতেও দেখা গিয়েছে ভ্যালেন্টাইনস ডে স্পেশাল সেই পর্ব। সেখানে দেখা যায় এই বিশেষ দিনেই আহিরকে প্রেমের প্রস্তাব দেবে বলে ঠিক করে গুরুজির মেয়ে রঞ্জা।

পিলু,Pilu,আহির,Ahir,রঙ্গন,Rangan,রঞ্জা,Ranjha,ভ্যালেন্টাইন্স ডে,Valentine's Day

সম্প্রতি চ্যানেলের তরফে এই পর্বের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ভ্যালেন্টাইন্স ডেতে রঙ্গনের সাথে মঞ্চে উঠে হিন্দি গানে নেচে মঞ্চ মাতাচ্ছে পিলু। এই ব্যাপারটা মোটেই ভালো চোখে দেখছে না আহির। আসলে গুরুজির গুরুকুলের নিয়ম মেনেই কড়া অনুশাসনের মধ্যে থাকে আহির। অন্যদিকে পিলু কে এমন একটা জায়গায় আসতে দেখে একেবারে সহ্য করতে পারে না রঞ্জা।