• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রাজ-শুভশ্রী থেকে দেব-রুক্মিণী, প্রেম দিবসে রইল টলিপাড়ার ৮ সেলেব জুটির অজানা লাভ স্টোরি

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Tollywood) এমন অনেক জুটি রয়েছে যাদের প্রেম কাহিনী (Love story) কোনও সিনেমার চেয়ে কম নয়। অনুরাগীদের কাছে তাঁদের প্রেম দৃষ্টান্তস্বরূপ। রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে দেব, রুক্মিণী মৈত্র- তালিকাটা নেহাত ছোট নয়। আজ প্রেম দিবস (Valentine’s Day) স্পেশ্যাল এই প্রতিবেদনে টলিপাড়ার ৮ ‘পাওয়ার কাপল’এর অজানা প্রেম কাহিনীই তুলে ধরা হল।

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Raj Chakraborty and Subhashree Ganguly) – তালিকার প্রথম নামটিই হল ‘রাজশ্রী’ জুটির। ২০১৮ সালে গাঁটছড়া বেঁধেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই সারা বছর ভালোবাসায় মোড়া নানান পোস্ট শেয়ার করে থাকেন রাজ-শুভশ্রী। স্বামী ও ছেলে ইউভানকে নিয়ে সুখে সংসার করছেন টলিপাড়ার ‘পরিণীতা’। সেই সঙ্গেই সমান দক্ষতায় সামলাচ্ছেন নিজের কাজও।

   

Raj Chakraborty and Subhashree Ganguly

অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন (Ankush Hazra and Oindrila Sen) – গত কয়েকদিন ধরে টলিপাড়ার এই তারকাজুটির প্রেম নিয়ে জলঘোলা হচ্ছে। গত ১২ বছর ধরে সম্পর্কে থাকার পর অঙ্কুশ-ঐন্দ্রিলা বিচ্ছেদের পথে হাঁটলেন কিনা আপাতত এই প্রশ্নই ঘুরছে সকলের মনে। তবে সে যাই হোক না কেন, অঙ্কুশ-ঐন্দ্রিলা যে টলিউডের চর্চিত জুটিগুলির মধ্যে একটি তা অস্বীকার করার কোনও উপায় কিন্তু নেই।

Ankush Hazra and Oindrila Sen

দেব ও রুক্মিণী মৈত্র (Dev and Rukmini Maitra) – টলি সুপারস্টার দেব ও রুক্মিণীর নাম এই তালিকায় থাকবে না তা কি হয়? তাঁদের প্রেম নিয়ে কোনও রাখঢাক নেই। খুল্লমখুল্লা প্যায়ারই করেন এই দুই তারকা। আপাতত দেবের কাছে সকলের একটিই প্রশ্ন, ‘বিয়েটা কবে হচ্ছে?’

Dev and Rukmini Maitra (2)

সব্যসাচী চৌধুরী ও ঐন্দ্রিলা শর্মা (Sabyasachi Chowdhury and Aindrila Sharma) – এই সময়ের ‘রোমিও জুলিয়েট’ আখ্যা দেওয়া হয়েছে সব্যসাচী-ঐন্দ্রিলাকে। অপূর্ণতাতেই যেন পূর্ণ হয়েছে তাঁদের প্রেম। ঐন্দ্রিলার প্রত্যেকটি লড়াইয়ে সব্যসাচী যেভাবে তাঁর পাশে থেকেছেন, সাহস জুগিয়েছেন এবং অভিনেত্রীর প্রয়াণের পর তাঁর পরিবারের পাশে তিনি যেভাবে থেকেছেন তা সত্যিই কুর্নিশযোগ্য।

Sabyasachi Chowdhury and Aindrila Sharma

বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জি (Bonny Sengupta and Koushani Mukherjee) – শুধুমাত্র পর্দাতেই নয়, বাস্তবেও প্রেমের সম্পর্কে রয়েছেন বনি-কৌশানি। দেখতে দেখতে একসঙ্গে বেশ অনেকগুলি বছর কাটিয়ে ফেলেছেন তাঁরা। এই তারকাজুটির বিয়ে দেখার জন্যেও মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

Bonny Sengupta and Koushani Mukherjee

গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার (Gourab Chatterjee and Devlina Kumar) – ‘গাঁটছড়া’র ঋদ্ধি ও ‘সাহেবের চিঠি’র রাইমা যে বাস্তবের স্বামী-স্ত্রী তা অনেকেই জানেন। গৌরব-দেবলীনার প্রেমকাহিনীও সিনেমার চেয়ে কম নয়। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রেমে ভরা পোস্ট শেয়ার করে থাকেন তাঁরা।

Gourab Chatterjee and Devlina Kumar

যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত (Jisshu Sengupta and Nilanjana Sengupta) – অনুরাগীদের কাছে যীশু-নীলাঞ্জনা হলেন ‘আদর্শ কাপল’। যেভাবে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্ট্রাগল থেকে শুরু করে সাফল্য সব কিছু সামলান তাঁরা তা সত্যিই কুর্নিশযোগ্য।

Jisshu Sengupta and Nilanjana Sengupta

গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ (Gaurav Chakraborty and Ridhima Ghosh) – তালিকার সর্বশেষ নামটি হল গৌরব ও ঋদ্ধিমার। টলিপাড়ার এই ‘পাওয়ার কাপল’এর নাম প্রেম দিবস স্পেশ্যাল এই প্রতিবেদনে না থাকলে তা সত্যিই অসম্পূর্ণ হতো।

Gaurav Chakraborty and Ridhima Ghosh

২০১৭ সালে গাঁটছড়া বেঁধেছিলেন গৌরব-ঋদ্ধিমা। এরপর থেকে কাজ ও চুটিয়ে সংসার- দুই-ই করছেন তাঁরা। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানান দুষ্টু-মিষ্টি পোস্ট শেয়ার করে থাকেন তাঁরা।

site