• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধতে চলেছেন উত্তম কুমারের নাতি, বছর শেষেই বিয়ে গৌরব-দেবলীনার

Published on:

টলিপাড়ায় এখন কার্যতই খুশির মেজাজ। একে একে বিয়ের ফুল ফুটছে টলি-তারকাদের মনে। সদ্য খবর পাওয়া গিয়েছে, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য। এই খবরে স্বভাবতই মন ভেঙেছে অনেক তার মহিলা অনুরাগীদের। এবার এই আবহেই, জানা যাচ্ছে বিয়ে করতে চলেছেন উত্তম কুমারের নাতি গৌরব চ্যাটার্জিও।

টলিপাড়ার রঙ্গবতী দেবলীনা কুমারের সঙ্গে শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন গৌরব চ্যাটার্জি। দুজনের সম্পর্কে কোনোও রাখঢাক নেই। প্রথম থেকেই খুল্লাম খুল্লা প্রেম করেন তারা। পার্টি থেকে শপিং পুজো থেকে ঘোরাঘুরি সবেতেই দুজন একেবারে আঠার মতোই চিপকে থাকতেন। তাই তাদের বিয়ের খবরে খুব বেশি আশ্চর্য হননি কেউই। বরং দেবলীনা জানিয়েছেন, লকডাউন না হলে আরও আগেই তারা বিয়েটা সেরে ফেলতেন।

চলতি বছরের শেষেই অর্থাৎ আগামী ৯ই ডিসেম্বর সেই শুভ দিন যেদিন সাত পাকে বাঁধা পড়বেন গৌরব দেবলীনা। তবে করোনা আবহে খুব ছিমছাম ঘরোয়াভাবে বন্ধু বান্ধব নিয়েই বিয়েটা সেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন তারা৷ সব উচ্ছ্বাস তারা তুলে রেখেছেন ২৫ শে ডিসেম্বর রিসেপশনের জন্য।

প্রসঙ্গত, এটা গৌরবের দ্বিতীয় বিয়ে। ২০১৩ সালে অভিনেত্রী অনিন্দিতা বসুকে বিয়ে করলেও সেই বিয়ে সুখকর হয়নি। ৩ বছরের মাথাতেই তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপরেই দেবলীনার সঙ্গে আলাপ এবং চুটিয়ে প্রেম। অবশেষে পরিণতি পেতে চলেছে গৌরব দেবলীনার সম্পর্ক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥