• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উত্তম কুমারের লেখা গান এবার বাংলা সিনেমায়! ‘অচেনা উত্তম’ ছবিতে মহানায়কের গানে লিপ দেবেন শাশ্বত

saswata chatterjee uttam kumar

মৃত্যুর এত বছর পরেও আজও দর্শকদের হৃদয়ে সমান প্রাসঙ্গিক বাঙালির মহানায়ক উত্তম কুমার। পরিচালক সৃজিত মুখার্জী (Srijit Mukherji) এবং অতনু বসুর (Atanu Bose) পরিচালনায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে উত্তম কুমারকে কেন্দ্র করে দুটো ভিন্ন স্বাদের ছবি। তারপর তো কত অভিনেতা জন্ম নিলেন, কিন্তু ‘মহানায়ক’ উত্তম কুমারের (Uttam Kumar) জায়গা নেওয়ার সাধ, সাধ্য বা সাহস এখনও পর্যন্ত কারোরই হয়নি। একুশ শতকের বুকে দাঁড়িয়েও আট থেকে আশির হার্টথ্রব তিনি। তিনি যা দিয়ে গেছেন বাংলা চলচ্চিত্রকে তার গর্বেই আজও বিশ্বের দরবারে কলার তুলছে বাঙালি জাতি। তিনি ‘মহানায়ক’, তিনি রোমান্টিকতার মস্ত বড় উদাহরণ।

আপামর বাঙালির কাছে আজও আবেগের নাম মহানায়ক উত্তমকুমার । ওমন দাপট, ওমন ব্যক্তিত্ব আর দ্বিতীয় বার তৈরি হয়নি। আজও তার নাম শুনলেই নস্টালজিক হয়ে পড়েন বাঙালি। তার জীবনচর্চা, স্টাইল, পোশাক, ব্যক্তিত্ব সবই আজও আগ্রহের কারণ। তাকে যদি আর একবার ফিরে পাওয়া যেত, তবে যেন বর্তে যেত এপ্রজন্ম। কিন্তু তা কি করে সম্ভব? সেই ১৯৮০ সালেই ইতি পড়েছিল মহানায়কের জীবন অধ্যায়ে। তাই তাকে পর্দায় দেখবার সুযোগ এ প্রজন্ম হারিয়েছে।

উত্তম কুমার,অচেনা উত্তম,গান,টলিউড,মহানায়ক,শাশ্বত চ্যাটার্জি,Uttam Kumar,song,Ochena uttam,tollywood,mahanayak,saswata Chatterjee

পর্দায় তার লিপে বহু রোমান্টিক গান আজও চোখ বুজে শোনে বাঙালি। বেশ কয়েকটি গানও তিনি গেয়েছেন। কিন্তু গীতিকার উত্তম কুমারের পরিচয়টা এতদিন পর্যন্ত বাঙালির কাছে অজানাই ছিল। এবার তাঁর লেখা গান বাংলা ছবি ‘অচেনা উত্তম’ এ ব্যবহার করা হবে। তাঁর লেখা গানে লিপ দেবেন অন্য নায়ক। মৃত্যুর এত বছর পর ২০২২ সালে এসে তার লেখা গান বাঙালির কাছে অবশ্যই এক অনন্য প্রাপ্তি।

Uttam Kumar উত্তম কুমার

‘অচেনা উত্তম’ ছবি হল মহানায়কের বায়োপিক। ছবির শ্যুটিং শুরু হয়েছিল গত বছর এপ্রিলেই। তার আগে দীর্ঘদিন চলেছে রিসার্চের কাজ। আর এই দীর্ঘদিনের গবেষণার জেরেই এই ছবিতে ফুটে উঠবে বাঙালির ম্যাটিনি আইডলের জীবনের নানান খুটিনাটি। উত্তম কুমারের ভাইয়েদের কথা মোটামুটি সকলেরই জানা, কিন্তু পেজ থ্রির পাতা থেকে চিরকালই ব্রাত্য তার দিদির কথা। ‘পুতুল দিদি’। দিদির সঙ্গে কাটানো অনেক মুহূর্ত তুলে ধরা হবে এই ছবিতে। ছবিতে উত্তম কুমারের ভূমিকায় অভিনয় করবেন শাশ্বত চ্যাটার্জি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥