চলচ্চিত্রপ্রেমীর কাছে ২৪ জুলাই দিনটি বিষণ্ণতার প্রতীক। ১৯৮০ সালের এই তারিখেই তার ভক্তকুলকে কাঁদিয়ে পরলোক গমন করেন বাঙালির মহানায়ক উত্তম কুমার (Uttam kumar)। মৃত্যুর চার দশক পরেও তার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। আজও তিনি ‘মহানায়ক’। তার অনুরাগী কেবল তার সমসাময়িক সময়েই নেই, রয়েছে আধুনিক জুগেও।
কিন্তু যেই মানুষটা গত তিন দশক আগেই মৃত তাকে নাকি পর্দায় ফিরিয়ে আনবেন ক্যামেলিয়া ফিল্মস। আর এই দুঃসাহসিক কাজে তাদের ইন্ধন দিচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। কোনো সাহিত্যিকের সৃষ্টি লেখাকে ভেঙেচুরে আবার নতুন রূপ দেওয়া যায়, তা সিনেমায় ফুটিয়ে তোলাও যায়, কিন্তু যেই মানুষটার অস্তিত্বই নেই সে কীভাবে পর্দায় হেঁটে ফিরে বেড়াতে পারেন?
শোনা যাচ্ছে এই অসাধ্য সাধন তারা করবেন মহানায়কের পুরোনো ছবির দৃশ্য কেটেই তা আবার জুড়েই তৈরি হচ্ছে নতুন ছবি৷ নতুন গল্প। ছবির নাম প্রাথমিকভাবে ঠিক হয়েছে ‘অতি উত্তম’। সবচেয়ে অবাক করা ব্যাপার হল নায়ক নাকি স্বয়ং মহানায়ক উত্তম কুমার (Uttam Kumar)। জানা গেছে, অন্যান্য ছবির মত অন্য কোনও অভিনেতাকে দেখা যাবে না উত্তম কুমারের ভূমিকায়। মহানায়ক নিজেই নাকি অভিনয় করবেন নিজের চরিত্রে!
টলিসূত্রের খবর অনুসারে, উক্ত ছবির গল্প তৈরি হয়েছে মহানায়ক ও তাঁর একনিষ্ঠ এক ভক্তকে কেন্দ্র করে। গল্প অনুযায়ী, সেই ভক্ত নাকি ব্যক্তিগত জীবনে প্রেমের সমস্যায় জর্জরিত হলেই দ্বারস্থ হয় প্রিয় নায়কের! কিন্তু প্রশ্ন হল এই অসম্ভবকে সম্ভব করা হবে কীভাবে, প্রয়াত অভিনেতা পর্দায় হেঁটে চলে বেড়াবেন কীভাবে?
জানা যাচ্ছে এই ছবিতে নাকি দাদু উত্তম কুমারের সঙ্গে অভিনয় কবেন নাতি গৌরব চট্টোপাধ্যায়। সৃজিত মুখোপাধ্যায়ের কথায় ভিএফএক্সের (VFX) মাধ্যমেই এই অসম্ভবকে সম্ভব করতে চলেছেন তিনি। প্রেম সফল না হওয়ায় হতাশ হয়ে যান এক অনুরাগী, আর সেখানেই এন্ট্রি ‘লাভগুরু’ উত্তম কুমারের। মহানায়কের সাহায্যে চেয়ে প্ল্যানচেটের মাধ্যমে উত্তম কুমারকে নিয়ে আসেন তাঁরা। মহানায়কও আসতে রাজি। তবে একটা শর্তে। রঙিন না, তিনি সাদা-কালো দুনিয়ার মানুষ হিসাবেই ফিরতে চান এবং ফিরবেনও। আর এভাবেই এগোবে ‘অতি উত্তম’-এর গল্প।
ইতিমধ্যেই এই ছবির ভাবনা সাড়া ফেলে দিয়েছে উত্তম অনুরাগীদের মধ্যে। সৃজিত মুখার্জি বরাবরই টলিউডে অন্যধারার চলচ্চিত্র উপহার দিয়ে এসেছেন। এই ছবি সফল করতে জান লড়িয়ে দিচ্ছেন পরিচালক। জানিয়েছেন, তিনি এরমধ্যেই মহানায়কের প্রায় ৭৭টি ছবি আবারও দেখে ফেলেছেন৷ ৫৪ টি দৃশ্য নিয়ে বানানো হবে এই ছবি। এহেন নতুন চিন্তা ভাবনা কতটা সফলতা পায় এবার সেটাই দেখার।