• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উত্তম-সুপ্রিয়া জুটির পুরনো নস্টালজিয়া ফেরালেন শন-গৌরব, নিমেষে ভাইরাল হল ভিডিও

Published on:

উত্তম কুমার,Uttam Kumar,সুপ্রিয়া দেবী,Supriya Devi,গাঁটছড়া,Gantchora,মন ফাগুন,Mon Phagun,গৌরব চট্টোপাধ্যায়,Gourab Chatterjee,শন ব্যানার্জী,Sean Banerjee

এই মুহূর্তে স্টার জলসার প্রথম সারির সিরিয়াল গুলির মধ্যে অন্যতম হল গাঁটছড়া (Gantchora) এবং মন ফাগুন (Mon Phagun)। শুরু থেকেই এই দুই সিরিয়ালের দুই হ্যান্ডসাম হিরো অর্থাৎ ঋদ্ধি আর ঋষি মন জয় করে নিয়েছে দর্শকদের। গাঁটছড়ার ঋদ্ধি অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) এবং মন ফাগুনের ঋষি অভিনেতা শন ব্যানার্জী (Sean Banerjee) এঁরা দুজনেই বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ।

প্রসঙ্গত সপ্তাহ জুড়ে ঋদ্ধি-খড়ির কাছে আসার গল্প থেকে চোখ ফেরাতে না দর্শক। তাই দর্শকদের ভালোবাসায় বিগত কয়েক সপ্তাহ ধরেই একটানা বেঙ্গল টপারের মুকুট নিজেদের দখলে রেখে চলেছে এই সিরিয়াল। অন্যদিকে সেই তুলনায় টি আর পি তালিকায় অনেকটাই পিছিয়ে ঋষি পিহুর জমজমাট প্রেমের গল্প।

উত্তম কুমার,Uttam Kumar,সুপ্রিয়া দেবী,Supriya Devi,গাঁটছড়া,Gantchora,মন ফাগুন,Mon Phagun,গৌরব চট্টোপাধ্যায়,Gourab Chatterjee,শন ব্যানার্জী,Sean Banerjee
প্রসঙ্গত অনেকেই হয়তো জানেন না এই দুই সিরিয়ালের নায়কের মধ্যে রয়েছে বিশেষ যোগসূত্র। একদিকে গাঁটছড়ার নায়ক ঋদ্ধি অভিনেতা গৌরব যেমন বাংলার মহানায়ক উত্তম কুমারের নাতি। অন্যদিকে মন ফাগুনের নায়ক ঋষি অভিনেতা শন হলেন সুপ্রিয়া দেবীর নাতি। প্রসঙ্গত উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবীর প্রেমের কাহিনী তাঁদের মৃত্যুর এত বছর পরেও লোকমুখে ঘোরাফেরা করে।

উত্তম কুমার,Uttam Kumar,সুপ্রিয়া দেবী,Supriya Devi,গাঁটছড়া,Gantchora,মন ফাগুন,Mon Phagun,গৌরব চট্টোপাধ্যায়,Gourab Chatterjee,শন ব্যানার্জী,Sean Banerjee

জানা যায় উত্তম কুমার (Uttam Kumar) এবং সুপ্রিয়া দেবীর (Supriya Devi) পরিবারের লোকজন এখনো নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চলেছেন। উত্তম সুপ্রিয়া দেবীর নাতি-নাতনিরা এখনো একে অপরের খোঁজ নিয়ে থাকেন। আর এখন তো এই প্রয়াত জুটির দুই নাতি গৌরব এবং শন একই চ্যানেলের দুটি আলাদা সিরিয়ালে কাজ করছেন। এমনকি তাদের দুজনের প্রযোজনা সংস্থাও একই। প্রসঙ্গত এই দুই অভিনেতাই সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যাক্টিভ থাকেন।

উত্তম কুমার,Uttam Kumar,সুপ্রিয়া দেবী,Supriya Devi,গাঁটছড়া,Gantchora,মন ফাগুন,Mon Phagun,গৌরব চট্টোপাধ্যায়,Gourab Chatterjee,শন ব্যানার্জী,Sean Banerjee
সম্প্রতি তেমনই সোশ্যাল মিডিয়ায় একটি মজার ভিডিও শেয়ার করেছিলেন পর্দার ঋদ্ধি। সেখানে দেখা যায় তাকে অনেক কষ্ট করে নাচ শেখাচ্ছেন শন। ভিডিওর ক্যাপশনে গৌরব লিখেছিলেন ‘এটা সেই সময় যখন শন আমায় নিজে থেকেই নাচ শেখানোর চেষ্টা করেছিল। তবে সৌভাগ্যক্রমে এই নাচ আমায় করতে হয়নি কারণ আয়োজকেরা বুঝে গিয়েছিলেন এটি আমাকে দিয়ে সম্ভব নয়। ধন্যবাদ আমায় শেখানোর জন্য। আগামী দিনে যখনই সুযোগ পাব, তোমায় আর হতাশ করবো না।’ এই ভিডিও দেখে দর্শকদের অনেকেই যেন ফিরে পেলেন পুরনো উত্তম সুপ্রিয়া দেবীর সম্পর্কের পুরনো নস্টালজিয়া।

 

View this post on Instagram

 

A post shared by Gourab Chatterjee (@baruog)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥