• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সেরা খলনায়িকা জুন আন্টি! বামপন্থী হয়েও মুখ্যমন্ত্রী মমতার হাত থেকে পুরস্কার পেয়ে গর্বিত ঊষসী

খলনায়িকা হয়েই বাঙালি দর্শকদের মন জিতে নিয়েছিলেন শ্রীময়ী (Sreemoyee) খ্যাত জুন আন্টি (June aunty) । এক গাল হাসি মাখানো মুখের অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর (Ushasie chakraborty) অভিনয়ে গা জ্বলেছে দর্শকদের। আর এখানেই তার সাফল্য খলনায়িকা হিসেবে৷ জুন আন্টি বাদেও আরও একটি পরিচয় রয়েছে ঊষসীর তিনি প্রয়াত সিপিআইএম নেতা শ্যামল চক্রবর্তীর কন্যাও বটে।

কিন্তু বিনোদন রাজনীতি কখনও কখনও মিলেমিশে একাকার হয়ে গেলেও, কিছু কিছু সময় রাজনীতি এসবের ঊর্ধ্বে থাকে৷ এই যেমন সম্প্রতি বাংলা ধারাবাহিকে দুষ্টু চরিত্রে দাপুটে অভিনয় করে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নিয়েছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী।

   

Ushasie Chakraborty,shyamal Chakraborty,cpim,bikini,june aunty,জুন আন্টি,ঊষসী চক্রবর্তী,শ্যামল চক্রবর্তী,সিপিএম,Mamata Banerjee,মমতা ব্যানার্জি

এদিন সন্ধ্যায় মঞ্চে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ছাড়াও উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেন সহ শাসকদলের নেতা-মন্ত্রীরাও। ঊসষীর মমতার হাত থেকে পুরস্কার নেওয়ার ছবি ভাইরাল হতেই দর্শকদের একাংশের মনে প্রশ্ন সিপিএম বাড়ির মেয়ে হয়ে মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়ে কি লাল সবুজকে একাকার করে দিলেন জুন আন্টি?

কিন্তু এই প্রসঙ্গে জুন আন্টির সাফ বক্তব্য, তিনি মনে করেন তিনি নিশ্চিত এই পুরস্কারের যোগ্য৷ সেই পুরস্কার মুখ্যমন্ত্রী তুলে দিলে তাতে তার কিছু করার নেই। অভিনয়ের সাথে রাজনীতিকে গুলিয়ে ফেলতে তিনি নারাজ।

Ushasie Chakraborty,shyamal Chakraborty,cpim,bikini,june aunty,জুন আন্টি,ঊষসী চক্রবর্তী,শ্যামল চক্রবর্তী,সিপিএম,Mamata Banerjee,মমতা ব্যানার্জি

আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে ঊষসী আরও বলেছেন, ‘‘আমার যদি কোনও রাজনৈতিক মতাদর্শ থাকে তা হলে সেটা সম্পূর্ণ নিজস্ব। বাবা কোনও দিন আমার ভাবনায় প্রভাব বিস্তার করেননি। তার পরেও বলব, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার পথ এবং মত এক নয়। পাশাপাশি এটাও ঠিক, রাজ্য সরকারের পুরস্কার মঞ্চে কোনও রাজনীতি নেই। এটি ছোট পর্দার শিল্পী, কলাকুশলীদের সম্মান জানানোর মঞ্চ। তাই আমি কোথাও, কোনও আপত্তিকর কিছু খুঁজে পাইনি।’’