• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবার মৃত্যুবার্ষিকীতেও রেহাই নেই! ঊষসীর ফেসবুক পোস্টে সমবেদনার মাঝে কুরুচিকর মন্তব্য

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘শ্রীময়ী’র জুন আন্টি তথা অভিনেত্রী ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)। তিনি সিপিএমের শীর্ষনেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত শ্যামল চক্রবর্তীর (Shyamal Chakraborty) কন্যা। করোনা আক্রান্ত হয়ে গতবছর আজকের দিনে প্রয়াত হয়েছিলেন তিনি। তাই বাবার প্রথম মৃত্যু বার্ষিকীতে তাঁকে স্মরণ করে একটি ভিডিও বানিয়েছিলেন কন্যা ঊষসী। কিন্তু বিতর্ক যেন কিছুতেই তাঁর পিছু ছাড়ছে না।

বাবার মৃত্যু বার্ষিকীর দিনেও সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে ফের একবার ‘পোষাক’ নিয়ে নেটিজেনদের বিতর্কিত মন্তব্যের মুখে পড়লেন অভিনেত্রী। এদিন অভিনেত্রীর পরনে ছিল ফুল প্যান্ট আর চে’র মুখাবয়ব দেওয়া ডিজাইনের একটি টি-শার্ট। আর পাশেই রাখা ছিল তাঁর বাবা শ্যামল চক্রবর্তীর একটি বাঁধানো ফটো ফ্রেম। আর তা দেখেই ধেয়ে আসে এক ব্যক্তির মন্তব্য। এদিন ঊষসীর ভিডিওর নীচে কমেন্ট করে তিনি লিখেছেন ‘কমরেড শ‍্যামল চক্রবর্তীকে লাল সেলাম। বাবার প্রতি জনগণের যে শ্রদ্ধা, সেই কথা মনে রেখে দয়া করে ছোটো বা হট প্যান্ট পড়ে ফেসবুকে ফটো আপলোড করে পাবলিক করবেন না।’

   

ঊষসী চক্রবর্তী,Ushashie Chakraborty,Shyamal Chakraborty,শ্যামল চক্রবর্তী,মৃত্যুবার্ষিকী

বাবার মৃত্যুবার্ষিকীতে পোশাক নিয়ে কটাক্ষ শুনে চুপ করে থাকেননি অভিনেত্রী। পাল্টা জবাবে তিনিও লিখেছেন, ‘আমার বাবা মেয়েদের জামাকাপড় নিয়ে কোনোদিন কিছু বিচার করেননি। আর আমি কী পরব তাই নিয়ে কোনওদিন মাথাও ঘামাননি। আপনি বোকা বোকা পুরুষতান্ত্রিক মন্তব্য করা বন্ধ করুন। আমি যে পোশাকে স্বচ্ছন্দ্য বোধ করি, সেটাই পরব। ‘সেইসাথে অভিনেত্রী জানান কোনও কিছু নিয়েই কোনও দিন তাঁর বাবা কিচ্ছু বলেননি। ঊষসীর দাবি, ‘হটপ্যান্ট পরলেও না!’

Ushasie Chakraborty Father Death Anniversary ঊষসী চক্রবর্তী

এপ্রসঙ্গে সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেছেন ‘এই নীতিপুলিশির জেরে আমার প্রাণ ওষ্ঠাগত! ছোট পোশাকের কোনও ছবি সামাজিক পাতায় ভাগ করে নিলেই এই সমস্যা। তার নীচে গাদাগাদা মন্তব্য। অযাচিত জ্ঞান দান! কথায় কথায় বাবার উদাহরণ।’ ‘আমি কি জানি না আমার বাবা কেমন! তিনি কী চাইতেন?’সেইসাথে অভিনেত্রী বলেন ‘মেয়েদের পোশাক নিয়ে কথা বলা মানে যে তাঁদের অসম্মান করা, বাবা সেটা জানতেন।’

অনেক ছোটো থাকতেই ঊষসী তাঁর মাকে হারিয়েছিলেন। তারপর থেকে তাঁর বাবাই ছিলেন তাঁর সবটুকু জুড়ে। গতবছর করোনা আক্রান্ত হয়ে বাবার চলে যাওয়া অনেকটাই নাড়িয়ে দিয়ে যায় ঊষসীকে। তাঁর মৃত্যুতেও কিছু বুঝে ওঠার আগেই সবটা কেমন শূন্য হয়ে গিয়েছিল অভিনেত্রীর। তাই এদিন বাবার প্রথম মৃত্যু বার্ষিকী তে তাঁকে স্মরণ করে তাঁর প্রিয় প্রেমের গান ‘ও যে মানে না মানা’ গেয়েছিলেন ঊষসী। অভিনেত্রী জানান ওই রবীন্দ্র সঙ্গীতটি তাঁর মায়ের ভীষণ প্রিয় ছিল। সেই সূত্রেই তাঁর বাবারও প্রিয় গান এটি। গান গাওয়ার আগে কথায় কথায় বাবার ফটোর দিকে তাকিয়ে অস্ফূটে একবার ‘বাবা’ বলে ডেকেও উঠেছিলেন অভিনেত্রী।