• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঠোঁটে লিপস্টিক চোখে কাজল, এভাবেই সাজি প্রতিবার! শাহরুখকে চিঠিতে প্রেমনিবেদন ‘জুন আন্টি’ ঊষসীর

Published on:

Ushasie Chakraborty posts emotional letter to Shah Rukh Khan after Seeing Pathaan

চলতি মাসেই অর্থাৎ ২৫ জানুয়ারি দেশজুড়ে মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan) অভিনীত সিনেমা পাঠান (Pathan)। এই সিনেমার হাত ধরেই দীর্ঘদিন পর বড়পর্দায় কামব্যাক করেছেন কিং খান। সম্প্রতি তাঁকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপ্রবণ পোস্ট করেছিলেন ছোট পর্দার জুন আন্টি (June Aunty) অভিনেত্রী উষসী চক্রবর্তী (Ushasie Chakraborty)।

প্রসঙ্গত পাঠান মুক্তির দিনটা শাহরুখ ভক্তদের কাছে উৎসবের থেকে কোনো অংশে কম ছিল না। অনেকে ফার্স্ট ডে ফার্স্ট শো তো দেখেইছেন। সেইসাথে সোশ্যাল মিডিয়া পোস্টে কেউ গালভরা প্রশংসায় ভরিয়েছেন পাঠানকে। আবার কেউ  শাহরুখ খানকে নিয়ে ব্যক্ত করেছেন নিজের মনের না বলা কথা। অন্যান্য শাহরুখ ভক্তদের মতোই এদিন ফেসবুকে স্বপ্নের নায়ক শাহরুখ খানের উদ্যেশ্যে একটি খোলা চিঠি (Open letter) লিখেছিলেন উষসী।

বলিউড,Bollywood,শাহরুখ খান,Shahrukh Khan,পাঠান,Pathan,জুন আন্টি,June Aunty,উষসী চক্রবর্তী,Ushasie Chakraborty,খোলা চিঠি,Open letter,ট্রোল,Troll,নেটিজেন,Netizen,Ushasie Chakraborty Letter to Shah Rukh Khan,Open Letter to SRK

এদিনের ফেসবুক পোস্টের শুরুতেই বলিউডের কিং অফ রোম্যান্সকে প্রিয়তম বলে সম্বোধন করে ছোটপর্দার জুন আন্টি জানিয়েছেন শাহরুখের সিনেমা দেখতে যাওয়ার আগে সবসময় দারুণ সাজগোজ করেন উষসী। আর তার সেই সাজ দেখে নিন্দুকরা হাসাহাসি করে বলতে থাকে ‘আরে আরে এত সাজছিস কেন? ও তোকে দেখতে পাবেনা, তুই পাবি !’

তবে সেসবের পরোয়া না করেই শুধু মৃদু হাসেন অভিনেত্রী। এরপরেই অভিনেত্রীর সংযোজন ‘ওরা কি বুঝবে তোমার আমার রসায়ন! ওরা কি জানে দুষ্টু লোকের পিছনে দৌড়তে দৌড়তে, অপাঙ্গে, আঁখির কোন দিয়ে তুমি একবার আমার দিকে তাকেবে। তাকাবেই । চিরকালই এমনটাই হয়। এমনটাই হয়ে এসেছে। স্কুল পালিয়ে জয়াতে ডিডিএলজে দেখার সময় থেকেই আমি জানি, কোনও এক মুহুর্তে নায়িকাকে চুমু খেতে খেতে হোক বা দুষ্টের ফাইনাল দমনের আগে তুমি একবার আমায় দেখবেই আর আশিরনখ শিউরে উঠে ঠিক তখনই আমি আবার রাই- কিশোরী হয়ে যাব’।

Shah Rukh Khan’s Pathaan broke 75 records in third day of release

সেইসাথে অভিনেত্রী জানিয়েছেন, ‘পাঠান’ দেখতে গেলেও তিনি ছবির গল্প দেখেননি কারণ তিনি শাহরুখকে দেখতেই মশগুল ছিলেন। উসষীর কথায়, ‘আসলে তুমিই সেই অতীন্দ্রীয় যাকে আমি মর্মে মর্মে বিশ্বাস করি । তোমার জিত কে ছোটবেলা থেকে আমার জিত বলে ভেবে নি বলেই না তুমি আজ ও এত বেশি করে আমার।’


তবে কিং খানের প্রতি এদিন ভালোবাসা উজাড় করতে গিয়ে নেটিজেনদের তুমুল ট্রোলের মুখে পড়েছেন খুব অভিনেত্রী। এমনিতেই সিনেমা নিয়ে বলিউডের নতুন নিয়ম নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন টলিউডেরই একাধিক কলাকুশলীরা। সেই প্রসঙ্গ টেনেই এদিন এক নেটিজেন লিখেছেন ‘এদিকে ‘পাঠান’র অন্যায় আবদারের কারণে বাংলা ছবির ব্যবসা নষ্ট হচ্ছে আর আপনারাই পাঠানকে নিয়ে এত মাতামাতি করছেন?’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥