বাংলা টেলিভিশন অভিনেত্রী উষসী রায় (Ushasi Roy)। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিলো ‘কাদম্বিনী’ সিরিয়ালে। সিরিয়ালে দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকের মন জিতে নিয়েছিলেন অভিনেত্রী। সেই থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে বকুল তথা উষসী। এছাড়াও ‘বকুল কথা’ সিরিয়ালের জন্য বেশ জনপ্রিয় হয়েছিলেন উষসী। সিরিয়ালে আর পাঁচটা মেয়ের মত না হলে একেবারে টমবয় গোছের চরিত্রে হিসাবেই দেখানো হয়েছিল বকুলকে। পিতৃহারা মেয়ে বকুলের ওপরেই ছিল সংসারের সমস্ত দায়িত্ব। দিদির বিয়ে দেবার পর বকুলেরও বিয়ে হয়ে যায়। কিন্তু বকুলের জীবনে সমস্যার শেষ হয়না। সিরিয়ালে শেষের দিকে পুলিশ হয় বকুল।
এরপর কাদম্বিনী সিরিয়ালে দুর্দান্ত অভিনয় করেছেন উষসী। সিরিয়ালে কাদম্বিনীর চরিত্রেই অভিনয় করেছেন অভিনেত্রী। কলকাতার প্রথম মহিলা ডাক্তার ছিলেন কাদম্বিনী। তার ডাক্তার হয়ে ওঠার সংগ্রামকেই তুলে ধরা হয়েছিল সিরিয়ালের গল্পের মাধ্যমে।
কিন্তু সিরিয়ালটি খুব বেশি দিন চলেনি। মাত্র কিছুদিন হবার পরেই বন্ধ করে দেওয়া হয়েছিল সিরিয়ালটি। সিরিয়ালে অভিনয়ের জেরেই দারুন জনপ্রিয়তা লাভ করেছেন অভিনেত্রী। আর সেই থেকেই সোশ্যাল মিডিয়াতেও বেশ পপুলার উষসী।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীর অনুগামী সংখ্যা সাড়ে ৬ লক্ষ ছুঁই ছুঁই। অনুগামীদের উদ্দেশ্যে নিত্যনতুন ফটোশুট করে নানান ছবি ও ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। যা শেয়ার হবার পর ভাইরাল হয়ে পরে নেট মাধ্যমে।
কখনো সাদা অন্তর্বাস পরে হাজির হয়ে মনে কেড়েছে ভক্তজনের। তো কখনো আবার ভেজা শরীরে বোল্ড লুকে মনে মধ্যে কালবৈশাখী ঝড় সৃষ্টি করেছে নিমেষেই।
যতদিন যাচ্ছে ততই যেন বোল্ডনেসের মাত্রা বেড়ে চলেছে ঊষসীর। ওয়েস্টার্ন পোশাক থেকে স্বল্প পোশাকে মোহময়ী রূপে হাজির হতে নিজেকে একেবারে তৈরী করে ফেলেছেন অভিনেত্রী।