বাঙালি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ঊষসী রায় (Ushasi Ray)। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল কাদম্বনী সিরিয়ালে। এরপর থেকে আর টিভির পর্দায় দেখা মেলেনি অভিনেত্রীর। সম্প্রতি অভিনেত্রীর আবারও কামব্যাকের খবর মিলেছে। তবে যেমনটা জানা যাচ্ছে সিরিয়াল নয় একেবারে ওয়েব সিরিজের হাত ধরেই অভিনয়ে ফিরছেন তিনি।
বাংলার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই, সেখানেই লঞ্চ হতে চলেছে নতুন ওয়েব সিরিজ ‘সুন্দরবনের বিদ্যাসাগর’ (Sundorboner Vidyasagar)। আর ওয়েব সিরিজের মুখ্য চরিত্রে দেখা যাবে ঊষসীকে। আর তাঁর বিপরীতে দেখা যাবে ঋদ্ধি সেনকে (Riddhi Sen)। এই প্রথমবার জুটি বাঁধছেন দুজনে। তাই দর্শকেরাও একপ্রকার উৎসাহিত নতুন এই জুটিকে দেখবেন বলে।
ইতিমধ্যেই নতুন ছবির প্রষ্টোম লুক প্রকাশ্যে এসেছে। ঊষসী ও ঋদ্ধি দুজনের ফার্স্ট লুকের ছবি প্রকাশ্যে এসেছে। ঊষসীকে সাদা শাড়ি আর ব্লাউজ পরে দেখা যাচ্ছে। সাথে একপ্রকার মেকআপহীন বিধবা লুকে দেখা মিলেছে অভিনেত্রীর। যেমনটা জানা যাচ্ছে ওয়েব সিরিজে তাঁর নাম রাখা হয়েছে পার্বতী।
অন্যদিকে ঋদ্ধির যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে লালরঙের শার্টের ওপর সোয়েটার পরে দেখা যাচ্ছে তাকে। সাথে রয়েছে ধূসর রঙের প্যান্ট। ওয়েব সিরিজে অভিনেতাকে দেখা যাবে কিঙ্করের চরিত্রে। কোরক মুর্মুর পরিচালনায় প্রথমবার একত্রে ঋদ্ধি-ঊষসী জুটিকে পর্দায় দেখার জন্য এখন থেকেই উদ্বিগ্ন দর্শকেরা।
গল্পের কাহিনী যেমনটা জানা যাচ্ছে, তাতে কিঙ্কর খুবই মেধাবী একজন ছাত্র। জেক পরিবারের লোকে ‘বিদ্যাসাগর’ হিসাবেই দেখে। সকলের আশা পরিবারের মুখ উজ্জ্বল করবে সে। কিন্তু আদতে সেটা হয়না, ব্যর্থ হওয়ার পর সকলের কাছ হাসির খোরাক হয়ে ওঠে সে। তখন নিজের শিক্ষকের পরামর্শে সুন্দরবনের কুমিরখালী দ্বীপে চলে আসে কাজে। সেখানে বিধবাদের সমস্যার সমাধানের করতে উদ্ধত হন কিঙ্কর।
প্রসঙ্গত, অভিনেত্রী ঊষসী রায় একসময় বকুল কথা সিরিয়ালের জেরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর কাদম্বিনী সিরিয়ালেও তার অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। এরপর সিরিয়ালে দেখা না গেলেও ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। ‘হইচই’ এরই ওয়েব সিরিজ ‘রুদ্রবীণার অভিশাপ’ এ দেখা গিয়েছিল অভিনেত্রীকে।