• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খড়িকে একেবারে সহ্য নয়! ‘গাঁটছড়া’র দিকে আঙুল তুলতেই ট্রোলের শিকার ‘বকুল কথা’ অভিনেত্রী উষসী

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অবশ্যই নাম থাকবে ‘গাঁটছড়া’র (Gaatchora)। শোলাঙ্কি রায়, গৌরব চ্যাটার্জি অভিনীত এই ধারাবাহিকের টিআরপি’ও বেশ আকর্ষণীয়। তাঁদের জুটিও বেশ পছন্দ দর্শকদের। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে খড়ি এবং ঋদ্ধিমানের একটি দুর্দান্ত ফ্যানবেস। প্রিয় তারকাকে কেউ কিছু বললেই একেবারে ধুয়ে দেন তাঁরা।

সম্প্রতি যেমন শোলাঙ্কি (Solanki Roy) অভিনীত ‘গাঁটছড়া’কে কেন্দ্র করে একটি বড় বিতর্কে জড়িয়েছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী উষসী রায়। ‘দিদি নম্বর ১’এর মঞ্চে তাঁর করা একটি মন্তব্যের সৌজন্যেই শুরু হয়েছে যাবতীয় বিতর্ক। উষসীর (Ushasi Ray) বক্তব্যের কয়েক সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বেঁধেছে যত বিপত্তি।

   

Ushasi Ray

আসলে বছর কয়েক আগে জি বাংলায় ‘বকুল কথা’ নামে একটি ধারাবাহিক সম্প্রচারিত হতো। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন উষসী। টম বয় গোছের বকুলের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। মাথার চুলও ছিল একেবারে ছোট ছোট। শান্তশিষ্ট নায়িকা নয়, বকুল ছিল একেবারে ডানপিটে স্বভাবের একটি মেয়ে।

বকুল চরিত্রের মতোই ‘গাঁটছড়া’র খড়ির বোন বনিও। আর তাই বকুলের মতো একটি চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে ধন্য মনে করেন উষসী। সম্প্রতি ‘দিদি নম্বর ১’এর মঞ্চে দাঁড়িয়ে সঞ্চালিকা রচনা ব্যানার্জিকে এই প্রসঙ্গে বলার সময় উষসী বলেন, ‘বকুলের মতো পরে এত চরিত্র আসছে যে বকুল যেন একটা অনুপ্রেরণা হয়ে গিয়েছে। ও যেন একটা ট্রেন্ড সেট করে দিয়েছে। জি বাংলাকে এই জন্য ধন্যবাদ জানাই’।

Khori and Boni in Gaatchora

আর এই মন্তব্যের বেঁধেছে যত বিপত্তি। পর্দার বকুলের এই ‘খোঁচা’ একেবারেই ভালোভাবে নেননি খড়ির ভক্তরা। একজন যেমন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বকুল কথা অনেক জনপ্রিয় সেটা সবাই জানে। কিন্তু এর মধ্যে অন্য সিরিয়ালকে খোঁচা মারার কি খুবই দরকার ছিল। আর উনি হয়তো জানেন না বকুলের আগে আজ আড়ি কাল ভাব নামে একটা সিরিয়াল হতো স্টার জলসায়। সেখানে নায়িকা ছিল টম বয়। ক্রেডিট দিলে সেটা জলসার প্রাপ্য’।

Ushasi Ray trolled

অনেকে তো আবার এও দাবি করছেন যে, শোলাঙ্কির প্রতি রাগ থেকে একথা বলেছেন উষসী। আসলে প্রায় একই সময়ে দু’টি ভিন্ন চ্যানেলে শোলাঙ্কি এবং উষসীর কাদম্বিনী সম্প্রচারিত হতো। শোলাঙ্কির ধারাবাহিক বিপুল জনপ্রিয়তা পেলেও উষসীর ধারাবাহিক তা পায়নি। তাই নিজের ‘জ্বালা’ মেটাতে নাকি এই মন্তব্য করেছেন ‘হিংসুটে’ উষসী।

site