বাংলা টেলিভিশন জগতের অন্যতম পরিচিত অভিনেত্রী হলেন ঊষসী রায় (Ushasi Ray)। দর্শকমহলে এই অভিনেত্রীর জনপ্রিয়তা রয়েছে চোখে পড়ার মতো। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে অভিনেত্রীর আসন্ন ওয়েব সিরিজ ‘সুন্দরবনের বিদ্যাসাগর’ (Sundarbaner Vidyasaagar)-এর প্রথম ঝলক। সেখানে এযুগের বিধবার বেশে ঊষসীর লুক দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।
জি বাংলার জনপ্রিয় সিরিয়াল কাদম্বনীর পর দীর্ঘদিন বাদে পর্দায় ফিরছেন ঊষসী। সাদা শাড়ি আর ব্লাউজে নামমাত্র মেকআপ নিয়েই বিধবার বেশে ঊষসীর ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন অভিনেত্রী। বারবার তার কাছে ঘুরেফিরে প্রতিবাদী চরিত্ররাই আসে। বকুল,কাদম্বিনী চরিত্রে বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর এবার গ্রামবাংলার বিধবা মহিলাদের প্রতিনিধি পার্বতী হয়েই পর্দায় ফিরছেন ঊষসী।
এই পার্বতী চরিত্রটি ঠিক কেমন! এ প্রসঙ্গে সম্প্রতি সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন নায়িকা। অভিনেত্রীর কথায় কুমিরখালি গ্রামের বিধবা পল্লির প্রতিবাদী চরিত্র পার্বতী। গ্রামের বিধবা পল্লির মাথাদের মুখোশ খুলে আসল চেহারা দেখিয়ে দিতে চায়। প্রসঙ্গত এই ওয়েব সিরিজের নামেই যেহেতু বিদ্যাসাগর রয়েছেন তাই স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগেকুমিরখালি গ্রামের বিধবা পল্লি কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আমলের?
কিন্তু না এপ্রসঙ্গে ঊষসীর জবাব ‘একেবারেই না। বরং এই প্রজন্মের গল্পই দেখানো হবে সিরিজে।’ অভিনেত্রীর কথায় এই সিরিজের বিধবা পল্লির বিধবারা শুধু সাদা থানটুকুই পরেন। তাছাড়া উপার্জন থেকে শুরু করে সমস্ত কাজ তারা নিজেরাই করেন। ঊষসী জানান ট্রেলারেই দেখা যাবে, তার হাতে ক্যামেরা ফোন। তাই চরিত্র, গল্প সব কিছু খুবই সমসাময়িক দেখানো হয়েছে এই ওয়েব সিরিজে।
প্রসঙ্গত পর্দার বিদ্যাসাগর অর্থাৎ ঋদ্ধি হলেন ঊষসীর বন্ধু। তাই পুরনো বন্ধুর সাথে দারুন মজা করেই কাজ করেছেন বলে জানান তিনি।উল্লেখ্য ঊষসীর হাতে এখন ঠাসা কাজ। ‘সুন্দরবনের বিদ্যাসাগর’-এ পার্বতী সহ বৃন্দা, ইমন,এবং মুমতাজ চারটি সিরিজে চার রূপে ধরা দিয়েছেন তিনি। এদিন সমাজের নারী জীবনের সমস্যা প্রসঙ্গে ঊষসী বলেছেন ‘নারীজীবন সব সময়েই সমস্যা জর্জরিত। সধবা, বিধবা, একা বা অবিবাহিত— যা-ই হোক। ঈশ্বর বোধহয় যন্ত্রণা, কটাক্ষ সহ্য করতেই নারীকে সৃষ্টি করেছেন। সারা ক্ষণ কিছু না কিছু বিষয়ে তাঁকে সমাজের শাসন, মন্তব্য শুনতেই হবে।’