• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মেয়েদের পোশাকের স্বাধীনতা! লাল স্লিট গাউন পরে হট লুকে নারী দিবসে বিশেষ বার্তা দিলেন ঊষসী

শ্রীময়ী,রোহিত সেন,জুন আন্টি,ঊষসী চক্রবর্তী,ushasie Chakraborty,june aunty,ইন্দ্রাণী হালদার,টোটা রায়চৌধুরী,Sreemoyee,rohit sen,indrani halder

ঊষসী চক্রবর্তী, অভিনেত্রী ঊষসী বা নিজের জুন আন্টি পরিচয়ের বাইরেও তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি একজন আদ্যপ্রান্ত বামপন্থী পরিবারের মেয়ে, এবং তার বাবা প্রয়াত শ্যামল চক্রবর্তী ছিলেন সিপিআইএমের বর্ষীয়ান নেতা। দু’বছর হল বাবা হারা হয়েছেন অভিনেত্রী। কিন্তু বাবার আদর্শ, তার পথেই ঊষসী বাকি জীবন কাটাতে চান।

নারী হিসেবে ভীষণ স্বাধীনচেতা ঊষসী। প্রচলিত ধারণা অনুযায়ী বিয়ের বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ঊষসী একদম সিঙ্গেল জীবন কাটান। তিনি স্বাধীনচেতা, তিনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সরব হন। দুদিন আগেই পৃথিবী জুড়ে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস৷ এত ধুমধাম করে নারী দিবস পালিত হলেও এখনও সমাজের বহু অংশেই নারীদের বিন্দুমাত্র স্বাধীনতা নেই।

এই তো দিন কয়েক আগের কথা গোয়ায় নিজের জন্মদিন উপলক্ষে বেড়াতে গিয়েছিলেন পর্দার জুন আন্টি। বিকিনি পরে, হাতে সিগারেট নিয়ে ছবিও দিয়েছিলেন তিনি। কিন্তু তাকে এই অবস্থায় দেখে রে রে করে উঠেছিলেন নেটিজেনদের একাংশ।

Ushasie Chakraborty at goa on Birthday

নেটিজেনদের একাংশ আবার অভিনেত্রী ঊষসী চক্রবর্তীর ( Ushasie Chakraborty)প্রয়াত বাবা তথা কমরেড শ্যামল চক্রবর্তীকে টেনে এনে কটাক্ষ করতে ছাড়েননি। বাবার আদর্শ বরবাদ করছেন ঊষসী এমন কথাও শুনতে হয়েছে তাকে। এমতাবস্থায়, বাবার আদর্শের কথা মাথায় রেখেই নেটিজেনদের মুখতোড় জবাব দিয়েছিলেন ঊষসী।

Ushasie Chakraborty with Cigaratte viral photo

মাথা উঁচু করে বাবার পাশে দাঁড়িয়ে থাকার ছবি থেকে, সাদা কালো বেশ কিছু ছবি শেয়ার করে ঊষসী জানান, ‘বামপন্থী পরিবারে বড় হওয়ার সুবাদে এবং প্রায় সাত বছর বামপন্থী রাজনীতি ও লিঙ্গরাজনীতি নিয়ে গবেষণা করার সুবাদে ( এম ফিল ও পি এইচডি করার সূত্রে) আমি এটাই বুঝেছি ও শিখেছি যে মেয়েদের পোষাক নিয়ে অযথা খাপ পঞ্চায়েত খোলা আর যাই হোক বাম রাজনৈতিক ঘরানার সংস্কৃতির মধ্যে পড়েনা।’

Ushasie Chakraborty with Cigaratte viral photo

এবার আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসে এক্কেবারে হটকে লুকে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন জুন আন্টি। তার পরনে লাল থাই স্লিট গাউন, তার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ঊষসীর উন্মুক্ত উরু। এই ছবি শেয়ার করেই নারীদের পোশাকের স্বাধীনতা নিয়েও বক্তব্য রেখেছে ঊষসী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥