• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বেঁটে বর বিয়ে করে কটাক্ষ, ১৩ বছরের অভিনয় জলাঞ্জলি দিয়ে পরবাসে কেমন আছেন রুশা? রইল ছবি

বাংলা সিরিয়ালের (Bengali Serial) দুনিয়ায় অত্যন্ত পরিচিত মুখ  রুশা চ্যাটার্জী (Roosha Chatterjee)। দীর্ঘ ১৩ বছরের অভিনয় জীবনে অভিনেত্রীকে দেখা গিয়েছে ভিন্ন স্বাদের গুরুত্বপূর্ণ চরিত্রে। তবে সিরিয়ালে অভিনয় করলেও দর্শকদের কাছে কিন্তু আজও তিনি, ‘তোমায় আমায় মিলে’ (Tomai Amai Mile) সিরিয়ালের উষসী (Ushashee) হয়েই রয়ে গিয়েছেন।

এই সিরিয়ালে রুশা অভিনীত চরিত্রটি আজও চোখে লেগে রয়েছে দর্শকদের। প্রসঙ্গত চলতি বছরের শুরুতেই ১৯ জানুয়ারি বিয়ে সেরেছেন ছোটপর্দার উষসী অভিনেত্রী রুশা চ্যাটার্জী। প্রসঙ্গত পর্দার ঊষসীর বরের  সাথে সম্পর্ক নেই বিনোদন জগতের। পেশায় তিনি একজন সফ্টওয়ার ইঞ্জিনিয়ার।

   

Roosha Chatterjee Wedding Photos

আদতে অশোকনগরের বাসিন্দা অনুরণন কর্মসূত্রে থাকেন বিদেশে। তাই বিয়ের পর রুশাও নিজের ১৩ বছরের অভিনয় জীবনকে বিদায় জানিয়েই সংসার পেতেছেন বিদেশের মাটিতে। শুরু থেকেই বিদেশে চুটিয়ে সংসার করার জন্য দারুন উচ্ছসিত অভিনেত্রী।

তবে বিয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের তুমুল কটাক্ষের মুখে পড়েছিলেন অভিনেত্রী। সকলের রোষের মুখে পড়েছিলেন অভিনেত্রীর বর অনুরণন। তবে বরাবরের মতোই নিন্দুকদের কোনো সমালোচনাই গায়ে মাখেননি অভিনেত্রী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,রুশা চ্যাটার্জী,Roosha Chatterjee,তোমায় আমায় মিলে,Tomai Amai Mile,উষসী,Ushashee,বিয়ের পর,After Marriage,প্রথম ছবি,First Photo,আমেরিকা,America,সোশ্যাল মিডিয়া,Social Media,ভাইরাল ছবি,Viral Photo

তবে বিয়ের পর থেকে সোশ্যাল মিডিয়ায় পাত্তা নেই অভিনেত্রীর। কিন্তু তাঁর অনুরাগীরা জানার জন্য মুখিয়ে রয়েছেন বিয়ের পর বিদেশের মাটিতে কেমন আছেন রুশা? ওদিকে পর্দার উষসী এখন পরবাসে গুছিয়ে সংসার করতে ব্যস্ত।

এরইমাঝে সম্প্রতি বিয়ের পর প্রথম সোশ্যাল মিডিয়ার পাতায় আমেরিকা থেকে অতলান্তিকের নীল জলের সামনে দাঁড়িয়ে আনমনে একটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। ছবির মতো সুন্দর ছবিটিতে দেখা যাচ্ছে অতলান্তিকের নীল জলের সঙ্গে মিশেছে নীল আকাশ।

Roosha Chatterjees First Picture After Marriage

প্রচন্ড হাওয়ায় এলোমেলো চুল চোখে সানগ্লাস গায়ে জ্যাকেট। রুশার এই ছবি দেখে কেউ জানতে চেয়েছেন, ‘পরিবারের থেকে দূরে গিয়ে কি মন খারাপ?’ তবে বিয়ের পর অভিনেত্রী যে বেজায় খুশি তা বোঝাই গিয়েছে কিছুদিন আগে নায়িকার ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানের ছবি দেখে।