• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এভাবেই শ্রীময়ীতে অনিন্দ্যর গলায় ঝুলে আছে জুন আন্টি! ঊষসীর কান্ড দেখে কটাক্ষ নেটিজেনদের

Published on:

Ushashee Chakraborty,ঊষসী চক্রবর্তী,Sreemoye,শ্রীময়ী,June Aunty,জুন আন্টি,Fitness Freak,ফিটনেস ফ্রিক

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘শ্রীময়ী’র জুন আন্টি তথা অভিনেত্রী ঊষসী চক্রবর্তী (Ushashee Chakraborty)। টেলিভিশনের পর্দায় খল নায়িকা জুন আন্টি’র চরিত্রে ঊষসীর অভিনয় ভূয়সী প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। তিরিশের কোটা পেরিয়েও চরিত্রের প্রয়োজনে অভিনেত্রী কখনও ফুটবল খেলেছেন, আবার কখনও হট লুকে উষ্ণতা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় নিয়মিত অ্যক্টিভ না থাকলেও মাঝে মধ্যেই পোস্ট নানান করে থাকেন অভিনেত্রী।যা দেখে নেটিজেনদের মনে স্বভাবতই প্রশ্ন জাগে এই বয়সে এসেও অভিনেত্রী এতটা ফিট থাকেন কি করে! ইনস্টাগ্রাম পোস্টে এই প্রশ্নের উত্তর দিয়েছেন ঊষসী নিজেই। নিজের ওয়ার্ক আউট সেশনের কয়েক ঝলক অনুগামীদের জন্য এদিন শেয়ার করেছেন অভিনেত্রী। এদিনের পোস্টে ঊষসীকে দেখা গেছে ঝুলন্ত অবস্থায় এক বিশেষ ধরনের যোগাসন করতে।

Ushashee Chakraborty,ঊষসী চক্রবর্তী,Sreemoye,শ্রীময়ী,June Aunty,জুন আন্টি,Fitness Freak,ফিটনেস ফ্রিক

এদিন ক্যাপশনে ‘ইনভারশন’ লিখে হ্যাশট্যাগ দিয়ে ঊষসী লিখেছেন যোগা,যোগাযোগ প্রাক্টিস, এবং ইনভারশন প্রাক্টিস। ঊষসী ভিডিওটি পোস্ট করা মাত্রই কমেন্ট বক্সে উপচে পড়েছে ভালোবাসার বার্তা। তবে কেউ আছেন ব্যাতিক্রম। আসলে দীর্ঘদিন ধরে সিরিয়ালের চরিত্রে অভিনয় করতে দেখে দর্শরাও ওই চরিত্র গুলোর সাথে এতটাই একাত্ম হয়ে পড়েন যে অনেকেই তাঁদের বাস্তব চরিত্রের সাথে গুলিয়ে ফেলেন।

Ushashee Chakraborty,ঊষসী চক্রবর্তী,Sreemoye,শ্রীময়ী,June Aunty,জুন আন্টি,Fitness Freak,ফিটনেস ফ্রিক

 

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল শ্রীময়ীর জুন আন্টির চরিত্রে থাকা ঊষসীও দর্শকদের চোখে এমনই একজন ভিলেনে পরিণত হয়েছেন। তিনি যাই করেন তাতেই জোটে কটাক্ষ। এদিন শরীর চর্চার ভিডিও পোস্ট করেও নিস্তার পাননি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই ভিডিওর কমেন্ট বক্সেই এক নেটিজেন লিখেছেন ‘এইভাবেই বছরের পর বছর অনিন্দ্যদার গলায় ঝুলে আছো জুন আন্টি।’ আবার কেউ করেছেন কুরুচিকর ইঙ্গিতপূর্ণ মন্তব্য।

 

Ushashee Chakraborty,ঊষসী চক্রবর্তী,Sreemoye,শ্রীময়ী,June Aunty,জুন আন্টি,Fitness Freak,ফিটনেস ফ্রিক

উল্লেখ্য ঊষসী যে ফিটনেস ফ্রিক তা আগেও একাধিকবার প্রকাশ্যে এসেছে।অভিনেত্রী জানিয়েছিলেন ‘ শরীরচর্চা আমাদের রোজকার জীবনে স্নান-খাওয়া করার মতো একটা অভ্যাসের ব্যাপার। তাই কোনো করণে যদি সপ্তাহে দু-তিন দিন শরীরচর্চা করা থেকে কোনো কারণে তাঁকে বিরত থাকতে হয় তাহলে তাঁর নিজের ভীষণ অস্বস্তি হয়।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥