• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুশান্ত নেই মানতে পারছিন না! ভাইকে মর্মস্পর্শী খোলা চিঠি লিখলেন শ্বেতা, হৃদয় ছুঁলো ভক্তদের

Published on:

Sushant Singh Rajput sweta Singh Kirti

বলিউড (bollywood) অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant singh rajput) মারা গেছেন তাও বেশ কয়েকমাস হতে চলল, কিন্তু এখনও অধরা বলিতারকার মৃত্যুরহস্য। প্রথম থেকেই ভাইয়ের মৃত্যুর কারণ যাচাইয়ের দাবিতে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার ছিলেন সুশান্তের দিদি শ্বেতা কীর্তি সিং, যদিও এখনও অভিনেতার পরিবার জানেন না কিকরে মারা গেলেন বলিউডের উঠতি তারকা!

বলিউডের এই টালমাটাল পরিস্থিতির মাঝেই সম্প্রতি এক খোলা চিঠিতে সুশান্তের প্রতি নিজের ভালোবাসা জানিয়েছেন কীর্তি। নিতান্ত একটি ফ্যান হিসেবে বলিতারকাকে খোলা চিঠিতে নিজের আবেগের সম্পর্কে জানিয়েছেন শ্বেতা। চিঠিতে শ্বেতার বক্তব্য, তিনি এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এবং যখনই জীবনে সবকিছু একটু স্বাভাবিক হয়, তখনই নিত্যনতুন সমস্যার উদ্ভব হয়!

পাশাপাশি কীর্তি এও জানিয়েছেন যে, আঘাতকে সরিয়ে তোলার জন্য দরকার সময়। শ্বেতার কথায়, ক্ষতকে যত খোঁচানো হবে, কষ্ট ততই বাড়বে। তিনি জানিয়েছেন, “আমি আমার ভাই সুশান্তের সঙ্গে বড় হয়ে উঠেছি। প্রত্যেক সময় একসাথে কাটিয়েছি আমরা আর এখন ও নেই। আমাকে এটা মেনে নিতেই হবে। আমি ভগবানের উপর পূর্ণ আস্থা রাখছি কারণ আমি জানি ঈশ্বর তাঁর ভক্তদের কখনও নিরাশ করেন না।”

সোশ্যাল মিডিয়ায় শ্বেতা জানান, আমাদের ভগবানের উপর আস্থা রাখার পাশাপাশি শান্তিপূর্ণভাবে প্রতিবাদে সোচ্চার হতে হবে কারণ হিংসা কোনকিছুরই সমাধান নয়। এই খোলা চিঠিতে অন্তত নেটিজেনরা এটা বুঝতে পারছেন যে সুশান্তের পরিবার কোন পরিস্থিতির মধ্যে দিয়ে অতিক্রম করছে। ফলে সকলেই আরও বেশি করে পাশে দাঁড়িয়েছেন সুশান্তের পরিবারের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥