Use turmeric face pack to get glowing skin at home : কমবেশি আমরা প্রত্যেকেই জানি ঘরোয়া রূপচর্চার জন্য হলুদ (Turmeric) একটি অত্যন্ত কার্যকরী উপাদান। এমন অনেকে রয়েছেন যারা ত্বকের পরিচর্যার জন্য আস্থা রাখেন হেঁসেলের এই ছোট্ট জিনিসটির ওপর। অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিইনফ্লেমেটারি উপাদানে সমৃদ্ধ হলুদ এমন একটি প্রাকৃতিক ওষুধ যা ত্বকের নানান সমস্যা দূর করে। আজকের প্রতিবেদনে এমন ৩ ফেসপ্যাক (Turmeric Face Pack) বানানোর পদ্ধতি তুলে ধরা হল যা নিয়মিত ব্যবহার করলে দূর হবে ত্বকের সমস্যা, সেই সঙ্গেই পাবেন গ্লোয়িং স্কিন (Glowing Skin)।
হলুদ এবং মধুর ফেসপ্যাক (Turmeric and Honey Face Pack)- হলুদ যেমন ত্বকের জন্য ভীষণ ভালো, তেমনই মধুও খুব ভালো। এটি প্রাকৃতিকভাবেই ব্যাকটেরিয়ারোধী। পাশাপাশি ব্রণ নিরাময় করতে এবং ত্বককে ময়েশ্চারাইজ করতেও ভীষণ কাজে আসে। এই মধুর সঙ্গে হলুদ মিশিয়ে যদি একটি ফেসপ্যাক তৈরি করে নেন এবং তা মুখে মাখেন তাহলে দেখবেন অল্প সময়ের মধ্যেই উজ্জ্বল হয়ে উঠবে আপনার ত্বক।
হলুদ এবং গোলাপ জলের ফেসপ্যাক (Turmeric and Rose Water Face Pack)- রূপচর্চার ক্ষেত্রে যেমন হলুদ অনেকে ব্যবহার করেন, তেমনই গোলাপ জলও অনেকেই ব্যবহার করেন। তবে অনেকেই জানেন না, হলুদ এবং গোলাপ জল একসঙ্গে মিশিয়ে একটি দুর্দান্ত ফেসপ্যাক তৈরি করা যায় যা ত্বকের জন্য দারুণ উপকারী।
হলুদ এমন একটি জিনিস যা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিইনফ্লেমেটারি উপাদানে সমৃদ্ধ। সেই হলুদ এবং গোলাপ জল মিশিয়ে যদি ফেসপ্যাক তৈরি করা হয় তাহলে ব্রেকআউটগুলি নিরাময়ের পাশাপাশি ত্বককে মসৃণ করে তুলতেও সাহায্য করে।
হলুদ এবং টমেটোর ফেসপ্যাক (Turmeric and Tomato Face Pack)- টমেটোকে আমরা সাধারণত রান্নার কাজেই ব্যবহার করি। তবে এই সবজি কিন্তু রূপচর্চার ক্ষেত্রেও দারুণ কাজে আসে। ত্বকের সানবার্ন দূর করতে ভীষণ উপকারী হলুদ এবং টমেটোর ফেসপ্যাক।
টমেটোয় প্রচুর পরিমাণে ভিটামিন সি, পটাশিয়াম রয়েছে। এগুলি ত্বকের বিভিন্ন রকমের দাগ, শুষ্কভাব, বলিরেখা দূর করতে সাহায্য করে। পাশাপাশি ত্বককে মসৃণও করে তোলে।