• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নারকেল তেলের সঙ্গে মেশান এই ছোট্ট জিনিস, এক সপ্তাহে বন্ধ হবে চুল পড়া গ্যারেন্টি!

Published on:

Methi oil,Methi,Hair,Hair care,Hair fall,Coconut oil,Hair care tips,Lifestyle,Lifestyle news,মেথির তেল,মেথি,চুল,চুলের যত্ন,চুল পড়া,নারকেল তেল,হেয়ার কেয়ার টিপস,চুলের যত্নের টিপস,লাইফস্টাইল,লাইফস্টাইল সংবাদ,Methi oil for hair care,How to make Methi oil at home,চুলের যত্নে মেথির তেল ব্যবহার,বাড়িতে মেথির তেল বানানোর পদ্ধতি

চুল ওঠার (Hair Fall) সমস্যায় কমবেশি আমরা প্রত্যেকেই জেরবার। স্ট্রেস, দূষণ থেকে শুরু করে চুলের যথাযথ খেয়াল (Hair Care) না রাখা- চুল পড়ার একাধিক কারণ থাকতে পারে। তবে একটু সময় বের করে আমরা যদি চুলে নারকেল তেল (Coconut Oil) মালিশ করতে পারি, তাহলে এই সমস্যা কিন্তু অনেকটা কমে। এই নারকেল তেলের সঙ্গে যদি সামান্য মেথি (Methi Oil) মিশিয়ে নিতে পারেন তাহলে আরও বেশি উপকার পাওয়া যায়।

মা-ঠাকুমাদের মুখে আমরা অনেকেই শুনেছি, চুলের যত্নে মেথি ভীষণ উপকারী। এটি যেমন একদিকে চুল রেশমের মতো কোমল করে তোলে, তেমনই ভেতর থেকে পুষ্টির যোগান দিয়ে গোড়াও মজবুত করে। সেই জন্য চুল পড়ার সমস্যা অনেকটা কমে যায়। আজকের প্রতিবেদনে তাই বাড়িতেই মেথি তেল বানানোর এবং ব্যবহারের পদ্ধতি তুলে ধরা হল।

Methi oil, Methi oil hair care, Hair care tips

ঘরোয়া মেথি তেল তৈরির জন্য প্রথমে আপনাকে মেথি নিতে হবে। চাইলে এই মেথি দানা গুঁড়োও করে নিতে পারেন। এরপর গোটা মেথি অথবা মেথির গুঁড়ো নারকেল তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর সেই তেল ৩-৪ ঘণ্টার জন্য রোদে রেখে দিন। এভাবেই তৈরি হয়ে যাবে আপনার ঘরোয়া মেথির তেল।

চুলের একাধিক সমস্যা সমাধান করার ক্ষমতা রয়েছে এই মেথির তেলের মধ্যে। এটি যেমন একদিকে চুল নরম-মোলায়েম করে তোলে, তেমনই গোড়া মজবুত করে চুল ওঠাও বন্ধ করে। পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে। যারা অল্প বয়সে পাকা চুলের সমস্যায় ভুগছেন তাঁরাও এই মেথির তেল ব্যবহার করলে উপকার পাবেন।

Methi oil, Methi oil hair care, Hair care tips

বাড়িতে বানানো এই মেথির তেল সপ্তাহে ২-৩ দিন চুলের গোড়ায় ভালো করে মালিশ করতে হবে। এরপর ঘণ্টাখানেক রেখে শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে হবে। শ্যাম্পু করার আগের রাতে যদি চুলে তেল মালিশ করতে পারেন তাহলে আরও বেশি ভালো হয়। এভাবে সপ্তাহখানেক ব্যবহার করলেই আস্তে আস্তে ফলাফল দেখতে পাবেন।

Methi oil, Methi oil hair care, Hair care tips

আপনি চাইলে বাড়িতে না বানিয়ে বাজার থেকেও মেথির তেল কিনতে পারেন। কিন্তু সেক্ষেত্রে ভেজাল থাকার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। তবে বাড়িতে যদি মেথির তেল বানান, তাহলে সেটি হবে ১০০% খাঁটি। সেই তেল চুলের যত্নে অনেক বেশি কার্যকরও হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥