টেলিভিশন জগতের অন্যতম বিতর্কিত অভিনেত্রী উর্ফি জাভেদ (Urfi Javed)। অভিনয়ের জন্য নয় বরং অন্য কারণে সর্বদাই চর্চায় থাকেন তিনি। তাঁর ড্রেসিং সেন্স রীতিমত তুমুল চর্চার কারণ নেটপাড়ায়। অদ্ভুত সমস্ত খোলামেলা পোশাকের কারণে মাঝে মধ্যেই শিরোনামে দেখা যায় অভিনেত্রীকে। যেন ভাইরাল থাকতেই এমন কান্ডকারখানা করেন তিনি। সম্প্রতি আবারও শিরোনামে উঠে এসেছেন উরফি।
কখনো গোটা শরীরে নাম মাত্র পোশাক তো কখনো আবার পোশাক পড়লেও এমন ছেঁড়া যা দিয়ে সর্বাঙ্গ দেখা যায়। এমন পোশাক পরেই এয়ারপোর্ট থেকে মুম্বাইয়ের রাস্তায় দেখা মেলে উর্ফির। যা পাপ্পারাৎজিদের ক্যামেরায় ধরা পড়তেই ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়াতে। তবে নিজের এমন ড্রেসিংয়ের কারণে কটাক্ষ থেকেই ট্রোলিং হলেও সেসব কানে দেন না তিনি।
যতদিন যাচ্ছে ততই যেন আরও সাহসী পোশাক পড়তে শুরু করছেন উরফি জাভেদ। এমনিতেই ব্যাকলেস পোশাক তাঁর পছন্দের তালিকায় প্রথমে আসে। এবার সম্পূর্ণ পিঠ ফাঁকা রাখা থেকে শুরু করে নামমাত্র কাপড়ে বক্ষদেশ ঢেকে হাজির হয়েছেন অভিনেত্রী। যা স্বাভাবিকভাবেই নেটপ্রায় প্রকাশ্যে আসা মাত্রই ভাইরাল হয়ে পড়েছে।
প্রথমে কিছু ছবি গুচ্ছ ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে একটি শার্টকে অদ্ভুতভাবে পড়েছেন তিনি। যেখানে পিঠের দিকে শার্টের সামনেটা রেখে সম্পূর্ণটাই খোলা রয়েছে। আর কলার ছিঁড়ে মাথা গলিয়ে নিয়েছেন অভিনেত্রী। ছবি দেখে যা বোঝা যাচ্ছে তাতে অন্তর্বাসটুকুও নেই অভিনেত্রীর গায়ে। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এই ছবিটি শেয়ার করেছিলেন তিনি।
এরআগে একটি হলুদ রঙের নামমাত্র কাপড়ে বক্ষ দেশ ঢেকে দেখা গিয়েছিল উরফি জাভেদকে। যেখানে কোনোমতে একদিক ঢাকা পড়লেও ঠেলে বেরিয়ে আসার জোগাড় অন্যদিকের। সেই ভিডিও তুমুল ভাইরাল হয়ে পরে নেটপাড়ায়। আর এই সমস্ত ছবি ও ভিডিও ভাইরাল হতেই লক্ষাধিক লাইকের পাশাপাশি জুটেছে কটাক্ষ।
View this post on Instagram
নেটিজেনদের কারোর মতে, ‘কাপড় পড়ার কি দরকার! নগ্ন হয়ে গেলেই হয়’। কেউ বলেছেন, ‘এ কি ধরণের ফ্যাশন! কোনো মানেই হয় না’। তো কেউ আবার লিখেছেন, ‘বেচারা শার্ট কিভাবে পড়তে হয় সেটাও জানে না। ওকে কেউ একটু শিখিয়ে দাও’। এমন কটাক্ষ অবশ্য প্রথমবার হয়নি। প্রতিবারের মত এবারেও কটাক্ষ নিয়ে মুখ খোলেননি তিনি।