• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বয়কট চুলের সাথে রঙিন ঠোঁটের মোহময়ী সাজ! উর্বশীর নীলপরী সাজ দেখেই ধুয়ে দিল নেটিজেনরা

Published on:

Urvashi Rautela's blue lips look gets netigen's attention and heavily trolled on social media

বলিউডের (Bollywood) নামী অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela) এমন একজন ব্যক্তিত্ব যিনি নিজের ব্যক্তিগত জীবনের সৌজন্যে মাঝেমধ্যেই চর্চার কেন্দ্রে উঠে আসেন। ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্রিকেটার ঋষভ পন্তের সঙ্গে তাঁর অম্লমধুর রসায়নের কথা কারোর অজানা নয়। মাঝেমধ্যেই তা নিয়ে ট্রোলড হন উর্বশী। তবে এবার কান চলচ্চিত্র উৎসবে নিজের সাজের কারণে নেটপাড়ায় খিল্লির (Troll) পাত্র হয়ে উঠেছেন তিনি।

বৃহস্পতিবার রাতের ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড ডায়াল অফ ডেস্টিনি’ ছবির স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করেছিলেন উর্বশী। সেদিনের অনুষ্ঠানের জন্য ক্রিম এবং নীল রঙের একটি অফ শোল্ডার গাউন পড়েছিলেন তিনি। তবে অভিনেত্রীর পোশাক নয়, সকলের নজর কেড়ে নেয় তাঁর ঠোঁটের লিপস্টিক (Lipstick)।

Urvashi Rautela, Urvashi Rautela trolled, Urvashi Rautela blue lipstick

নীল এবং ক্রিম রঙের গাউনের সঙ্গে মিলিয়ে ঠোঁটে নীল রঙেরই লিপস্টিক (Blue lipstick) পরেছিলেন উর্বশী। যদিও তিনি প্রথম নন, এর আগে ২০১৬ সালে কান চলচ্চিত্র উৎসবে বেগুনি রঙের লিপস্টিক পরে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন ঐশ্বর্য রাই। এবার রাইসুন্দরী দেখানো পথে হেঁটেই নীল রঙের লিপস্টিক পরে হাজির হন ‘সনম রে’ নায়িকা।

তবে উর্বশীর এই সাজ নেটিজেনদের একটি বৃহৎ অংশের একেবারেই ভালোলাগেনি। কেউ লিখেছেন, ‘নিজেকে ঐশ্বর্য রাই ভাবছে’। কারোর বার মত, ‘মনে হচ্ছে এক বোতল কালি খেয়ে নিয়েছে। এর থেকে টিকটিকি গলার হারটা ভালো ছিল’।

Urvashi Rautela, Urvashi Rautela trolled, Urvashi Rautela blue lipstick

চলতি কান চলচ্চিত্র উৎসবে এর আগেও নিজের সাজের মাধ্যমে তাক লাগিয়েছিলেন উর্বশী। গোলাপি রঙের বল গাউনের সঙ্গে গলায় একটি এলিগেটর নেকলেস পরেছিলেন তিনি। তা দেখে অনেকে ‘টিকটিকি’ বলে কটাক্ষ করেছিলেন। সেই সঙ্গেই উঠে এসেছিল ঋষভ পন্তের প্রসঙ্গও।


৭৬তম কান চলচ্চিত্র উৎসবে বলিউডের নামী অভিনেত্রী পারভিন বাবির বায়োপিকের ফটোকল লঞ্চ হবে। সেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে উর্বশীকে। সেই সূত্রেই কানের লাল গালিচায় পদার্পণ করেছেন ‘সনম রে’ নায়িকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥