• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোটি টাকার শখ রাখেন উর্বশী রাউতেলা! পোষ্য হিসাবে কুকুর বেড়ালের বদলে পুষছেন হোয়াইট টাইগার

Published on:

উর্বশী রাউতেলা Urvashi Rautela

বলিউড (Bollywood) এর সাহসী অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতেই রয়েছে উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। সবসময়ই বোল্ড অবতারে নিজেকে মেলে ধরেন অভিনেত্রী৷ বলিউডে অভিনয়ের ক্ষেত্রে খুব একটা জনপ্রিয়তা না পেলেও আইটেম সং এবং মডেলিং-এ তার ধামাকার জুড়ি মেলা ভার। তাই তার সাহসিকতা নিয়ে প্রশ্ন না তোলাই ভালো।

সোশাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। এই সুন্দরী অভিনেত্রীর অনুরাগী সংখ্যাও প্রচুর৷ তাই ফ্যানেদের মন ভালো করতে মাঝেমধ্যেই নানান রকমের ছবি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। সম্প্রতি নিজের আসন্ন মিউজিক ভিডিও নিয়ে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

Urvashi Rautela উর্বশী রাউতেলা

কিছুদিন আগেই অভিনেত্রীর নতুন মিউজিক ভিডিও ভার্সাচে বেবি রিলিজ হয়েছে সম্প্রতি। যা ইন্টারন্যাশনাল গানের তালিকায় বর্তমানে সোশাল মিডিয়ায় ট্রেন্ড করছে। গানের ভিডিওতে উর্বশী যে পোশাকটি পরে আছেন সেটির দাম শুনলে যেকারুর চোখ কপালে উঠতে বাধ্য। হাজার বা লক্ষ নয় একবারে ১৫ কোটি টাকার পোশাক সেটি। যা বানাতে সময় লেগেছে ১ বছর। ড্রেসটি নিজের হাতে ডিজাইন করেছেন দোনতিলা ভার্সাচে।

Urvashi Rautela,Bollywood,Versace Baby,উর্বশী রাউতেলা,বলিউড অভিনেত্রী,Bollywood Actress,Urvashi Rautela white tiger

তবে সম্প্রতি অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রামে একটি ছোট ভিডিও শেয়ার করেছেন, যা দেখে ফের আঁতকে ওঠার জোগাড় ভক্তগণের। ভিডিওটি দেখা যাচ্ছে সাদা টাইগারের ছানার মাথায় হাত বোলাচ্ছেন উর্বশী রাউতেলা। সাদা টাইগারের বাচ্চাটিকে ঠিক বাড়ির পোষ্যের মত আদর করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে।

এই ভিডিওটি শেয়ার করা হলে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই প্রায় ৪ লক্ষ মানুষ ভিডিওটি দেখেছেন। ভিডিওটিতে ইতিমধ্যেই সাড়ে তিন লক্ষেরও বেশি মানুষ নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন। সাথে রয়েছে অসংখ্য কমেন্ট।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥