• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আধখোলা পোশাক ছেড়ে দেশি কাঞ্জিভরম, মারকাটারি ফিগারে উর্বশী রাউতেলার ছবি ঘুম ওড়াল নেটিজেনদের

Published on:

Urvashi Rautela yellow kanjeevaram saree photos goes viral on internet

যেমন প্রতিভা, তেমন রূপ উর্বশী রৌতেলা (Urvashi Rautela) বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। শুধুমাত্র অভিনয়ই নয়, মডেলিংয়ের দুনিয়াতেও সমান জনপ্রিয় তিনি। ২০০৯ সালে মাত্র ১৫ বছর বয়সে ‘মিস টিন ইন্ডিয়া’ প্রতিযোগিতার মাধ্যমে কেরিয়ার শুরু হয়েছিল উর্বশীর। এরপর ‘মিস ট্যুরিজম ওয়ার্ল্ড’, ‘মিস ইন্ডিয়া সুপারমডেল’-সহ একাধিক খেতাব জিতেছেন তিনি।

ছোটবেলা থেকে অভিনয়, নাচ এবং মডেলিংয়ের প্রতি ঝোঁক রাখা উর্বশী ‘সিং সাহেব দ্য গ্রেট’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। সেই ছবিতে সানি দেওলের স্ত্রীয়ের চরিত্রে দেখা  গিয়েছিল তাঁকে। প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়। এরপর ‘সনম রে’, ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’, ‘হেট স্টোরি ৪’এর মতো একাধিক ছবিতে দেখা গিয়েছে এই সুন্দরী মডেল-অভিনেত্রীকে।

Urvashi Rautela উর্বশী রাউতেলা

সাম্প্রতিক অতীতে বড় পর্দায় দেখা যায়নি উর্বশীকে। তবে সিনেমায় না দেখা গেলেও, সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় থাকেন তিনি। তাঁর সুন্দর এবং বোল্ড ছবি দেখে বেহুঁশ হওয়ার জোগাড় হয় নেটাগরিকদের। তবে এবার কোনও ‘হট’ ছবি নয়, উর্বশীকে শাড়িতে দেখে ভাষা হারিয়েছেন নেটিজেনরা।

নিজের হট ছবির মাধ্যমে নেটাগরিকদের ঘুম ওড়ানো উর্বশী সম্প্রতি হলুদ কাঞ্জিভরম শাড়ি পরে সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে উর্বশীকে সম্পূর্ণ দক্ষিণী লুকে দেখা গিয়েছে। মাথায় বিনুনি, তার চারপাশে ফুল লাগানো, গলায় বড় হার, কানে ঝুমকো, মাথায় টিকলি। নায়িকার লুক সম্পূর্ণ করেছে কোমরবন্ধ।

Urvashi Rautela in yellow saree

বলিউড ইন্ডাস্ট্রির ‘ফ্যাশনিস্তা’দের মধ্যে একজন উর্বশী খুব ভালোই জানেন, কোন পোশাকের সঙ্গে কেমন সাজলে দেখতে ভালোলাগবে। ছোট, পশ্চিমী পোশাক হোক, বা শাড়ি, প্রত্যেক পোশাকে কীভাবে সকলের থেকে আলাদা দেখাতে হয় সেই মন্ত্র যেন তাঁর জানা।

Urvashi Rautela in yellow saree

মডেলিং দুনিয়ার জনপ্রিয় নাম উর্বশী প্রত্যেকটি লুকে একটি অভিনবত্ব আনেন। নায়িকার সাজে তাঁর সেই নিজস্বতা অনুরাগীদের বেশ পছন্দের। হলুদ কাঞ্জিভরম শাড়ির লুকেও একটি নিজস্বতা এনেছেন উর্বশী, যা নেটাগরিকদের নজর কেড়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥