• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আরবে রানির বেশে উর্বশী! মডেল অভিনেত্রীকে সোনা-হিরার পোশাকে মুড়ে দিলেন আরবীয় শেখরা

Published on:

বলিউডে সাহসী অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতেই যার নাম আসে তিনি হলেন উর্বশী রাউতেলা। সবসময়ই বোল্ড অবতারে নিজেকে মেলে ধরেন অভিনেত্রী৷ বলিউডে অভিনয়ের ক্ষেত্রে খুব একটা জনপ্রিয়তা না পেলেও আইটেম সং এবং মডেলিং-এ তার ধামাকার জুড়ি মেলা ভার। তাই তার সাহসিকতা নিয়ে প্রশ্ন না তোলাই ভালো।

কদিন আগেই আরবে উড়ে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানকার শেখেদের সঙ্গে লাগাতার ছবিও পোস্ট করতে দেখা যায় তাকে। শেখেদের সাথে তার এতই দহরম মহরম যে এক শেখ তার সিংহছানার নাম রাখেন ‘উর্বশী’।

সম্প্রতি সেই সিংহ ছানাকে কোলে তুলে নিয়ে অবলীলায় আদর করেন উর্বশী। নেট দুনিয়ায় তুমুল ভাইরাল একটি ভিডিওতে দেখা গিয়েছিল, উর্বশী রাউতেলার কোলে দুইটি সিংহ ছানা। আর তাদের নিয়ে বেজায় খুশি অভিনেত্রী। মাত্র ২ সেকেন্ডের সেই ভিডিও ঝড় তুলেছিল নেট পাড়ায়।

কিন্তু তার আরব যাওয়ার আসল কারণ খোলসা হল এবার৷ উর্বশী গিয়েছিলেন আরব কাউন্সিলের ফ্যাশন শোতে। সেখানে রানি ক্লিওপেট্রা সেজেছিলেন তিনি।হিরা ও সোনা দিয়ে তৈরি তার গোটা পোশাক। একেবারে সোনায় মুড়ে দেয়া হয়েছে তাকে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন উর্বশী নিজেই।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥