বলিউড (Bollywood) এর সাহসী অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতেই যার নাম আসে তিনি হলেন উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। সবসময়ই বোল্ড অবতারে নিজেকে মেলে ধরেন অভিনেত্রী৷ বলিউডে অভিনয়ের ক্ষেত্রে খুব একটা জনপ্রিয়তা না পেলেও আইটেম সং এবং মডেলিং-এ তার ধামাকার জুড়ি মেলা ভার। তাই তার সাহসিকতা নিয়ে প্রশ্ন না তোলাই ভালো।
তাকে হটনেস বম্ব বললেও বাড়িয়ে বলা হয়না। প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন তিনি। কখনো নেচে কখনো বা নিত্যনতুন ছবি দিয়ে ভক্তদের মন জোগান অভিনেত্রী। তবে এবার বেশ বড়সড় বিপদ থেকে বাঁচলেন অভিনেত্রী।
অভিনেত্রী যে সাহসী সে কথা আমরা সকলেই জানি, কিন্তু তাই বলে তিনি যে কুমিরকেও (Crocodile) ভয় পান না তা কী আর কেউ জানত? সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে একদম সামনে থেকেই কুমিরকে খাবার খাওয়াচ্ছেন উর্বশী। আর ইয়াব্বড় হাঁ করে সেই খাবার গোগ্রাসে গিলে নিচ্ছে কুমির। এই ভিডিও দেখে ভয়ে আতঙ্কে কাঁটা হয়ে গিয়েছে নেটবাসী, কিন্তু এতে অভিনেত্রীর কোনো হেলদোল নেই।
View this post on Instagram
বলিউডে আইটেম ডান্স ছাড়া সেভাবে নজর কাড়েননি উর্বশী। কিন্তু হট পোজ, রূপের জাদুতে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদেরও হার মানাতে প্রস্তুত উর্বশী। মুহূর্তের মধ্যে তার যে কোনও ছবি বা ভিডিওতে লাইকের সংখ্যা হয় আকাশছোঁয়া। নিজের ভক্তদের ধরে রাখতেও বেশ সিদ্ধহস্ত উর্বশী। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। তার শরীরী আবেদনে মাত নেটিজেনরা।
কদিন আগেই উর্বশী রাউতেলার ছবি ‘ভার্জিন ভানুপ্রিয়া’ নিয়ে অনেক আলোচনায় চলেছে। ছবিটি ১৬ই জুলাই ZEE 5 এর ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছিল। উর্বশী রাউতেলাকে খুব শিগগিরই একটি ছবিতে দেখা যাবে, যা ২০১৩ সালের সুপারহিট তামিল ছবি থিরুতু পেলে ২ এর রিমেক বলে জানা যাচ্ছে।এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে উর্বশীর নতুন গান ‘ব্ল্যাক রোজ’। এই নামেই একটি তেলুগু ছবিতে অভিনয়ও করে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন অভিনেত্রী।