বাঙালিদের বিনোদনের চাহিদা মেটাতে বিগত কয়েক মাসে একাধিক নতুন সিরিয়াল এসেছে। আর এবার জি বাংলার (Zee Bangla) পর্দায় আছে নতুন সিরিয়াল ‘উড়ন তুবড়ি’ (Uron Tubri)। ইতিমধ্যেই নতুন সিরিয়ালের প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে, যা ভাইরাল হয় পড়েছে সোশ্যাল মিডিয়াতে। সিরিয়ালে তিন বোন আর এক মায়ের কাহিনী দেখানো হবে । চপ বেছেই সংসার চালান মা, প্রোমো ভিডিওতে কাহিনীর প্রেক্ষাপট দেখেই একপ্রস্ত ট্রোলিং হয় গিয়েছে।
সিরিয়ালে জনপ্রিয় অভিনেত্রী লাবনী সরকারকে (Laboni Sarkar) দেখা যাবে মুখ্য চরিত্রে। পাশাপাশি সোহিনী ব্যানার্জী, সুকন্যা বসু ও সৌমী চ্যাটার্জীকে দেখা যাবে। কিন্তু কথা হল নতুন সিরিয়াল মানেই কোনো এক পুরনো সিরিয়ালের ঘাড়ে কোপ পড়তে চলেছে। নয়তো টিআরপি তালিকায় শেষের দিকে থাকা কোনো সিরিয়ালের টাইম সলোতের পরিবর্তন। যদিও সিরিয়ালের তারিখ বা সম্প্রচারের সময় এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে নেতিজন্ডের মতে কোনো এক টিআরপি কম থাকা সিরিয়ালের সময়েই হয়তো দেখা যাবে এই সিরিয়াল।
টিআরপি দিক থেকে দেখতে গেলে সর্বজয়া ও কড়িখেলা এই দুই সিরিয়ালের টিআরপি অনেকটাই কম। তাই এই দুই সিরিয়ালের একটির পরিবর্তে দেখা যেতে পারে উরন তুবড়ি। টেলি পাড়ার গুঞ্জন মতে রাত ৯.৩০ এর টাইম স্লটে আসতে পারে নতুন সিরিয়ালটি। তবে চ্যানেলের পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার আগে নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয়। আশা করা হচ্ছে খুব শীঘ্রই সিরিয়ালের তাইমসলোট ঘোষণা করবে চ্যানেল কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, সিরিয়াল শুরুর আগেই কপি করা হচ্ছে এমন দাবি করা হয়ছে দাবি উঠেছে নেটিজেনদের তরফে। অনেকের মতে, কন্নড় সিরিয়াল ‘ পূত্তকখানা মাক্কালু ‘ এর রিমেক এই নতুন সিরিয়াল। আবার কিছুজনের মন্তব্য স্টার জলসার টিআরপি লিস্টে টপে থাকা সিরিয়াল গাঁটছড়া কে নকল করা হচ্ছে। তবে সবটাই এই মুহূর্তে অনুমান মাত্র, আগাম দিনে সিরিয়াল শুরু হলেও সবটা বোঝা যাবে।
অবশ্য এই একটি সিরিয়াল নয় একাধিক সিরিয়াল শুরু হয়েছে জি বাংলার পর্দায়। লক্ষী কাকিমা সুপারস্টার থেকে গৌরী এলো এর মত সিরিয়াল শুরু হয়েছে। ইতিমধ্যেই সেরা দশ সিরিয়ালের মাঝে জায়গাও করে নিয়েছে লক্ষীকাকিমা সুপারস্টার সিরিয়াল। এখন নতুন সিরিয়াল কতটা দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারে সেটাই দেখার।