টিভি খুললেই বিনোদনমূলক চ্যানেল গুলোতে এখন সিরিয়ালের মেলা। নিত্যনতুন সিরিয়ালের ধাক্কায় এখন একের পর এক বন্ধের মুখে জনপ্রিয় সব সিরিয়াল। এই তালিকায় নতুন সংযোজন জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘উড়ন তুবড়ি’ (Uran tubri)। উলেখ্য ইদানিং বাংলা সিরিয়ালের (Bengali Serial) ক্ষেত্রে একটা ট্রেন্ড খুব নজরে পড়ছে।
অসময়েই বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক জনপ্রিয় সব সিরিয়াল। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘খুকুমণি হোম ডেলিভারি’ কিংবা ‘বৌমা একঘর’ থেকে যে ট্রেন্ড শুরু হয়েছিল পরবর্তীতে সেই তালিকায় একে একে নাম জুড়তে শুরু করে ‘পিলু’, ‘লালকুঠি’, ‘ধুলোকণা’, ‘এই পথ যদি না শেষ হয়’- এর মতো জনপ্রিয় সব সিরিয়াল গুলির।
আর এবার জল্পনাকে সত্যি করেই একেবারে শেষের মুখে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘উড়ন তুবড়ি’। চলতি বছরের মার্চ মাসেই শুরু হয়েছিল একেবারে নিন্মবিত্ত পরিবার থেকে উঠে আসা মেয়ে তুবড়ির পুলিশ অফিসার হওয়ার গল্প। সেইসাথে দর্শকদের নজর কেড়েছিল সিঙ্গেল মাদার হিসাবে তাঁর মায়ের তিন মেয়েকে মানুষ করার লড়াই।
তবে ধুমধাম করে শুরু হলেও দর্শকদের মনে সেভাবে ছাপ ফেলতে পারেনি এই সিরিয়াল। ধারাবাহিকে তুবড়ি চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী সোহিনী ব্যানার্জী (Sohini Banerjee)। তাঁর বিপরীতে নায়ক অর্জুনের (Arjun) চরিত্রে অভিনয় করছেন অভিনেতা স্বস্তিক ঘোষ (Swastik Ghosh)। প্রসঙ্গত তুবড়ি অর্থাৎ সোহিনীর এটাই প্রথম সিরিয়াল হলেও খুব অল্প দিনের মধ্যেই তার সাবলীল অভিনয় মন জয় করে নেয় দর্শকদের।
প্রসঙ্গত আজ থেকে ১০ মাস আগে টিভির পর্দায় যখন তুবড়ি শুরু হয়েছিল তখন এই সিরিয়াল দেখানো হতো সন্ধ্যা ৬ টার স্লটে। কিন্তু টিআরপিতে সেভাবে ছাপ ফেলতে না পারায় কয়েকমাসের মধ্যেই স্লট পাল্টে রাতের দিকে নিয়ে যাওয়া হয় এই সিরিয়ালের সম্প্রচারের সময়। আরএরইমধ্যে গতকালই হয়ে গেল ‘উড়ন তুবড়ি’-র শেষ দিনের শুটিং (Last of shooting)।
যতই হোক ১০ মাস নেহাত কম সময় নয়। তাই দিনের পর দিন একসাথে শুটিং করতে করতে কলাকুশলীরা সকলেই পরিবারের সদস্যদের মতো হয়ে গিয়েছিলেন। তাই শেষ দিনের শুটিংয়ে চোখে জল এসে গিয়েছিল পর্দার অর্জুন, তুবড়ি থেকে শুরু করে অন্যান্য শিল্পীদের চোখেও। অন্যদিকে আজই টিভির পর্দায় শেষবারের মতো সম্প্রচারিত হতে চলেছে জনপ্রিয় সিরিয়াল ‘এই পথ যদি না শেষ হয়’। পরিবর্তে আগামীকাল অর্থাৎ ১২ ডিসেম্বর থেকে শুরু হবে একেবারে নতুন সিরিয়াল ‘তোমার খোলা হাওয়া’।