• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তুবড়ি, একবার জ্বললে সহজে নিভিনা! রইল নতুন ধারাবাহিক উড়ন তুবড়ির নায়িকার আসল পরিচয়

উড়ন তুবড়ি,সোহিনী ব্যানার্জি,নতুন ধারাবাহিক,স্টার জলসা,Uron Tubri,star jalsha,new serial,sohini Banerjee

TRP তালিকায় অন্যান্য ধারাবাহিককে টেক্কা দিতে সব সময়ের জন্যই নতুন নতুন ধারাবাহিক নিয়ে হাজির হয় চ্যানেল কর্তৃপক্ষ। জি বাঙালির পর্দায় একাধিক নতুন সিরিয়াল শুরু হয়েছে। আর এই নতুন সিরিয়ালের মধ্যে নতুন সংযোজন ‘উড়ন তুবড়ি’ (Uron Tubri)। সিরিয়ালে তিন মা মেয়ের কাহিনী দেখানো হচ্ছে। গত কাল থেকেই সদ্য শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি ‘।

কিছুদিন আগেই ‘উড়ন তুবড়ি’ সিরিয়ালের প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছিল জি বাংলা চ্যানেলের পক্ষ থেকে। প্রোমো ভিডিও দেখেই চর্চায় উঠে এসেছিল সিরিয়ালটি, কারণ ‘চপশিল্প’ নিয়ে এই সিরিয়াল, যেখানে দরিদ্র মা আর তার তিন মেয়ে মিলে চপের ব্যবসা করে। স্বাভাবিক ভাবেই তাদের জীবনে সমস্যাও রয়েছে।

উড়ন তুবড়ি,সোহিনী ব্যানার্জি,নতুন ধারাবাহিক,স্টার জলসা,Uron Tubri,star jalsha,new serial,sohini Banerjee

ধারাবাহিকে প্রধান চরিত্র অর্থাৎ তুবড়ির ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সোহিনী ব্যানার্জি। ইতিমধ্যেই তার ডায়লগ ‘আমি ফুলঝুড়ি নই কালিপটকাও নই, আমি তুবড়ি। একবার জ্বললে সহজে নিভি না’ বেশ জনপ্রিয় হয়ে সকলের মুখে মুখে ঘুরছে।

উড়ন তুবড়ি,সোহিনী ব্যানার্জি,নতুন ধারাবাহিক,স্টার জলসা,Uron Tubri,star jalsha,new serial,sohini Banerjee

অন্যান্য নতুন সিরিয়ালের মতো ডেবিউ নায়িকাদের সামনে আনার চল থেকে সরে এসেছে এই ধারাবাহিক। বরং তুবড়ি ওরফে সোহিনী টেলিভিশনের বেশ পরিচিত মুখ। উড়ন তুবড়ির আগে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তার মুকুটে প্রথম পালক জোড়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার ‘অলৌকিক না লৌকিক’ অভিনয় করার পর৷

উড়ন তুবড়ি,সোহিনী ব্যানার্জি,নতুন ধারাবাহিক,স্টার জলসা,Uron Tubri,star jalsha,new serial,sohini Banerjee

‘প্রথম প্রতিশ্রুতি’, ‘জয় বাবা লোকনাথ’ মতো ধারাবাহিকেও অভিনয় করেছিলেন সোহিনী। এছাড়াও ‘কী করে বলব তোমায়’ ‘শ্রীময়ী’র মত বেজায় জনপ্রিয় ধারাবাহিকেও তিনি সাইড রোলে অভিনয় করেছেন৷ এবার এক্কেবারে মুখ্য চরিত্রেই ধরা দেবেন সোহিনী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥