সিরিয়াল প্রেমীদের কাছে অন্যতম জনপ্রিয় একটি সিরিয়াল হল জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’। গল্প বলার আঙ্গিকে নতুনত্ব আনার জন্য পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার পরিচালিত এই সিরিয়াল মাত্র অল্প কয়েক দিনের মধ্যেই সাধারণের মধ্যেই অসাধারণ হয়ে উঠেছে। আর সেই কারণেই এই ধারাবাহিক দর্শকমনে বেশ পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে।
একেবারে মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রার আয়না এই ধারাবাহিক। বিনোদনের মোড়কে বাস্তব জীবনের কঠিন দিক গুলোতেও আলোকপাত করা হয়েছে সিরিয়ালে।তাই সিরিয়ালের চরিত্র গুলোর সাথে অনায়াসেই নিজেদের মিল খুঁজে পান দর্শকরা। সেই কারণেই পারিবারিক প্রেক্ষাপটে তৈরি এই সিরিয়াল দেখে দিনের পর দিন দর্শক মনেও বেড়ে চলেছে চাহিদা। আর সেই চাহিদা পূরণের কথা মাথায় রেখেই সিরিয়ালে প্রতিদিনই আনা হচ্ছে নিত্যনতুন চমক।
সিরিয়ালে ঊর্মির চরিত্রে অভিনয় করছেন অন্বেষা হাজরা (Anwesha Hazra) এবং সাত্যকির চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক মুখার্জী (Writwik Mukherjee)।প্রথম দিকে দুজনেই দুজনের কাছে উটকো ঝামেলার মতো হলেও, ধীরে ধীরে কাছাকাছি আসতে শুরু করেছে ঊর্মি সাত্যকি। এদিকে বিয়ের পরেও বাড়ির সকলের সামনে একে অপরকে আপনি আপনি করে কথা বলে ঊর্মি-সাত্যকি।
অথচ সকলের আড়ালে ঊর্মির সাত্যকি বাবু দিব্যি তার সাথে তুমি করে কথা বলে। এমনকি মাঝে মধ্যে মজা করে একে অপরকে তুই তোকারিও করে তারা। কিন্তু উর্মির মাথায় সারাক্ষণ দুষ্টু বুদ্ধি কিলবিল করে তাই সেও ঠিক করে নিয়েছে বাড়ির সবার সামনেই সে সত্যকিকে দিয়ে তুমি বলিয়েই ছাড়বে। আর তাই হঠাৎ করে বাড়ি থেকে গায়েব হয়ে গিয়ে,বাড়ি ফিরে এসে সকলের সামনে মাথা ঘুরে যাওয়ার নাটক করে।
View this post on Instagram
নাটক করে মাথায় হাত দিয়েই ঊর্মি বলে ওঠে তার নাকি হার্ট অ্যাটাক করছে! আর তাতেই বাড়ির সকলের মতোই ভয় পেয়ে যায় ঊর্মির সাত্যকি বাবুও। তখনই ভয়ে পেয়ে বাড়ির সকলের সামনে সে ঊর্মির সাথে তুমি করে কথা বলে। আর তারপরেই নাটক ছেড়ে সোজা হয়ে বসে ঊর্মি। ততক্ষণে আপনি তুমির এই লুকোচুরিতে বাড়ির সকলের কাছে ধরা পড়ে যায় সাত্যকি। সোশ্যাল এই ভিডিও দেখে হাসি থামছে না নেটিজেনদের।