বিনোদন মূলক চ্যানেল মানেই সপ্তাহজুড়ে চলতে থাকে একের পর এক ভিন্ন স্বাদের সিরিয়ালের মেলা। সন্ধ্যা নামতেই প্রত্যেক বাড়ির ড্রয়িং রুমে পছন্দের সিরিয়াল দেখতে বসে যান দর্শকরা। তবে একঘেয়ে সিরিয়াল থেকে সামান্য স্বাদ বদল করতে প্রতি সপ্তাহের শেষেই দর্শকদের জন্য মনোরঞ্জনের ডালি নিয়ে হাজির হয়ে থাকেন সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)।
সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি দাদাগিরির (Dadagiri) মঞ্চে এসে স্বয়ং সৌরভ গাঙ্গুলীর সাথে দেখা করার সুযোগ হাতছাড়া করেননা কেউই। দর্শকদের পছন্দের টিভি সিরিয়ালের চরিত্ররাও মাঝে মধ্যে আসেন দাদাগিরির মঞ্চে। যার ফলে হাসি, মজা, আড্ডা আর গল্পে একেবারে জমে ওঠে দাদাগিরির মঞ্চ। তেমনই খুব শিগগিরই দাদাগিরির মঞ্চে আসতে চলেছেন জি বাংলার এই পথ যদি না শেষ হয় (Ei Poth Jodi na sesh Hoi) সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা।
উল্লেখ্য এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন সরকার বাড়ির বর্ষীয়ান সদস্য তথা উর্মির ছোটো ঠাম্মি (Choti Thammi) হাসি মজায় ভরপুর দারুন মজার মানুষ। পর্দায় মতোই বাস্তবেও আদ্যোপান্ত একজন রসিক মানুষ এই ছোট ঠাম্মি অভিনেত্রী মানসী সিনহা (Manasi Sinha)। খুব তাড়াতাড়ি দাদাগিরির মঞ্চে হাজির হবেন তিনি।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দাদাগিরির আসন্ন পর্বের একটি নতুন প্রোমো ভিডিও।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে ছোট ঠাম্মি অভিনেত্রী মানসীকে সৌরভ প্রশ্ন করছেন, মিষ্টির দোকানে রাখা সবচেয়ে মজাদার জিনিসটা কী?’ এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী সটান জবাব দেন, ‘ভাঁড়’। যদিও সঙ্গে সঙ্গে সৌরভ জানিয়ে দেন উত্তর ভুল। কিন্তু একথা মানতে কাছুতেই রাজি নন অভিনেত্রী।
এরপরেই সবাইকে চমকে দিয়ে দাদাগিরির মঞ্চে দাঁড়িয়ে হাসিমুখেই অভিনেত্রী স্পষ্ট বলে ওঠেন, ‘না,না এটা ভাঁড় ছাড়া আর কিছু হতে পারে না কাকা’। দিদির বয়সী মানসীর মুখে ‘কাকা’ সম্বোধন শুনে নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না সৌরভ। তাই একরাশ হতাশা নিয়েই তাকে বলতে শোনা যায় ‘এমনিই প্রতি বছর বয়স হু হু করে বেড়ে যাচ্ছে, তারপর দিদি এখানে এসে কাকা বলছে’। এরপর দেখা যায় হাসতে হাসতেই মানসী বলছেন, ‘এটা উত্তেজনার বশে মুখ ফসকে বেরিয়ে গেছে’।
View this post on Instagram