• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বামীর অপমান সহ্য করতে নারাজ! মা, মামনিকেও ছাড়ল না উর্মি, বাধ্য করল মাথা নোয়াতে

Published on:

Urmi, Ei pothu jodi na sesh hoi

সিরিয়াল পাগল দর্শকদের কাছে অন্যতম জনপ্রিয় একটি সিরিয়াল হল জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoi) । গল্প বলার আঙ্গিকে নতুনত্ব আনার জন্য পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার পরিচালিত এই সিরিয়াল মাত্র অল্প কয়েক দিনের মধ্যেই সাধারণের মধ্যেই হয়ে উঠেছে অসাধারণ। আর সেই কারণেই এই ধারাবাহিক দর্শকমনে বেশ পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে।

একেবারে মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রার আঙ্গিকে এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প। বিনোদনের মোড়কে বাস্তব জীবনের নানান দিক ফুটিয়ে তোলা হয়েছে সিরিয়ালে। সেই কারণেই সিরিয়ালের চরিত্র গুলোর সাথে অনায়াসেই নিজেদের একাত্ম করতে পারেন দর্শকরা। তাই দর্শকদের চাহিদা পূরণের কথা মাথায় রেখেই সিরিয়ালে প্রতিনিয়ত আনা হচ্ছে নিত্যনতুন টুইস্ট।

এই পথ যদি না শেষ হয়,Ei Poth Jodi Na Sesh Hoi,উর্মি,Urmi,সাত্যকি,Satyaki,অপমান,Insult,উর্মির রাগ,Urmis Anger

সেই কারণেই খুব অল্প দিনের মধ্যেই দর্শকদের মন জয় করে টিআরপি রেটিংয়েও ছক্কা হাঁকিয়ে চলেছে ঊর্মি সাত্যকির লাভ স্টোরি। এই সিরিয়ালে ঊর্মির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Anwesha Hazra) আর সাত্যকির চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক মুখার্জী (Writwik Mukherjee)।

Urmi Satyaki Amader Ei Path Jodi Na Sesh Hoi উর্মি সাত্যকি আমাদের এই পথ যদি না শেষ হয়

নানা ঘটনাপ্রবাহের মধ্যে দিয়ে জমে উঠেছে উর্মি সাত্যকির দাম্পত্য জীবন। দর্শকরাও তাঁদের প্রিয় জুটিকে টিভির পর্দায় দেখার অপেক্ষায় থাকেন। ইতিমধ্যেই নানা ঝড় ঝাপ্টা সামলে আবার শ্বশুরবাড়ির সকলের মন জয় করে নিয়েছে উর্মি।

Ei poth jodi na sesh hoi

এসবের মধ্যেই চ্যানেল কর্তৃপক্ষের তরফে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সাত্যকি কে নিয়ে বাপের বাড়ি এসেছে উর্মি। আর সেখানে গিয়েই মা থেকে মামণি সকলকেই জেরা করতে শুরু করে সে। এমনকি নিজের মায়ের মুখের ওপর জানিয়ে দেয় সাত্যকি বাবুকে চড় মেরে তিনি অন্যায় করেছেন।

তাই বরের কাছে নিজের মাকেই ক্ষমা চাইতে বলে দেয় উর্মি। শুধু তাই নয় সাত্যকি বাবু এবং তাঁর পরিবারের লোকেদের অপমানের জবাবে মামনিকেও দুবার কথা শুনিয়ে দেয় সে। আর উর্মির এমন কান্ড কারখানা দেখে সাত্যকি মনে মনে বলতে থাকে পাগলীর তার কেটে গিয়েছে। তবে ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা দারুণ প্রশংসা করেছেন উর্মির।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥