জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘আমাদের এই পথ যদি না শেষ হয়'(Amader Ei Poth Jodi Na Sesh Hoi)। এই সিরিয়ালের দর্শকদের জন্য অপেক্ষা করছে ফের এক নতুন চমক। ইতিমধ্যেই এই সিরিয়ালে দেখা গেছে সরকার বাড়ির সকলের সামনে রিনির মুখোশ খুলে দেওয়ার চেষ্টা চালিয়েও বারবার ব্যর্থ হচ্ছে ঊর্মি (Urmi)। অন্যদিকে রিনির (Rini)সাথে চ্যালেঞ্জ অনুযায়ী সিরিয়ালে শেষ হতে চলেছে উর্মির শ্বশুর বাড়ি থাকার মেয়াদ!
এই পরিস্থিতিতে দর্শকরা যখন কিছুতেই ভেবে পাচ্ছেন না উর্মি কীভাবে রিনির পর্দাফাঁস করবে। উল্লেখ্য সিরিয়ালে দেখা গেছে রিনি নিজের সমস্ত কীর্তি কলাপের কথা একটা খাতায় লিখে রাখতো। কিন্তু উর্মির হাতে সেই খাতা পড়ার আগেই তা পুড়িয়ে দেয় রিনি। এই ভাবেই ফের ব্যার্থ হয় উর্মির সমস্ত প্ল্যান।
এরপরই সাত্যকি বাবুর কথাতেই সহজ করে ভাবতে শুরু করে উর্মি। নতুন আইডিয়া আসে তার মাথায়। এরপরেই ঠিক করে রিনির মুখ দিয়েই সে তার সমস্ত কুকীর্তি সকলের সামনে আনবে। তাই বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে নাটক করে নিজের সমস্ত দায়িত্ব রিনিকে বুঝিয়ে দিতে শুরু করে উর্মি।
এইভাবেই সে রিনির বিশ্বাস জিতে নেয়। আর তখনই রিনি উর্মির সামনে নিজের কুকর্মের কথা নিজের মুখেই বড়াই করে বলতে শুরু করে। আর সমস্তটাই প্ল্যান মাফিক ফোনে রেকর্ড করে নেয় উর্মি। এরপরেই শুধু বাড়ির লোক নয় পাড়ার লোক ডেকে বড়ো টিভিতে কানেক্ট মোবাইলে করে রাখা রেকর্ডিং চালিয়ে দেয় উর্মি।
এরপরেই সবার সামনে জলের মতো পরিষ্কার হয়ে যায় সত্যিটা। রিনির আসল চেহারা বেরিয়ে পড়ায় সবাই মিলে তাকে অনেক কথা শোনায়। এসব শুনে রাগে মাথায় আগুন জ্বলতে থাকে রিনির মাথায়। এরপরেই কী করবে ভেবে না পেয়ে সামনে থাকা উর্মির খলা টিপে ধরে রিনি। এই দৃশ্য দেখে সঙ্গে সাত্যকি গিয়ে টেনে চড় মাড়ে রিনির গালে।