• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই নয় সেরা অভিনেত্রী উর্মিই! দর্শকদের বিচারে ফের সম্মানিত হলেন অভিনেত্রী অন্বেষা হাজরা

urmi,ei poth jodi na sesh hoy,mithai,award,telly adda best actress,best actress 2022,anwesha hazra

আজকের দিনে বিনোদন জগতের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে সিরিয়াল। তাই প্রতিদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই চায়ের সাথে মুখরোচক তেলে ভাজার মতোই সিরিয়ালটাও রোজকার জীবনের একটা অঙ্গ হয়ে উঠেছে। আর বর্তমানে দর্শকদের কাছে সিরিয়াল মানে হয় জি বাংলা নয়তো স্টার জলসা। তাই প্রতি সপ্তাহের টিআরপির রেটিং পয়েন্ট নিয়ে এই দুই চ্যানেলের মধ্যে লক্ষ্য করা যায় হাড্ডাহাড্ডি লড়াই।

এই কারণেই ধারাবাহিকের অনুরাগীদের মধ্যেও চলে দেদার প্রতিযোগিতা। জি বাংলার দুটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’ এবং ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’। দুই ধারাবাহিকের নায়িকা মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু এবং উর্মি অর্থাৎ অন্বেষা হাজরার অভিনয়ে মুগ্ধ ভক্তরা। কিন্তু তবুও ধারাবাহিকের অনুরাগীদের মধ্যে মিঠাই ভালো না উর্মি ভালো তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিরন্তর তরজা চলতেই থাকে৷

urmi,ei poth jodi na sesh hoy,mithai,award,telly adda best actress,best actress 2022,anwesha hazra

একদল বলে মিঠাই বেস্ট তো আরেকদল ফুঁসে উঠে প্রমাণ করে ছাড়ে উর্মিই সবচেয়ে ভালো। যদিও TRP রেটিং এর নিরিখে উর্মির ধারাবাহিককে প্রতি সপ্তাহেই টেক্কা দেয় মিঠাই। তবে এবার দর্শকদের বিচারে সেরা হলেন উর্মি। জনপ্রিয়তার নিরিখে ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়েল বেশ পপুলার। উর্মি আর সাত্যকিবাবুর জুটি বেশ প্রিয় সকলের কাছে। রাগ অভিমান, খুনসুটি থেকেই বড়লোকের মেয়ে হয়েও বিনা অহংকারে গোটা পরিবারকে দিব্যি আগলে রাখে উর্মি।

urmi,ei poth jodi na sesh hoy,mithai,award,telly adda best actress,best actress 2022,anwesha hazra

নেটিজেনিদের মতে অন্বেষা অভিনেত্রী হিসেবে তুখোড়, কিন্তু মিঠাই ওভার অ্যাক্টিং করে। সম্প্রতি টেলি আড্ডা অ্যাওয়ার্ডস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে টলিউডের কলাকুশলীদের বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। ফেসবুক ভোটিং এর মাধ্যমেই এই পুরস্কার দেওয়া হয়। আর সেই ফলাফল বলছে উর্মিই সেরা। এদিন পুরস্কার পেয়ে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥