• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘সন্ধ্যাতারা’ হয়ে ফিরছেন অন্বেষা, কামব্যাকের আগে দেখে নিন অভিনেত্রীর ৫ হিট জুটির তালিকা

Published on:

Anwesha Hazra best 5 bengali serials and Handsome Hero list she worked with

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত প্রাণবন্ত হাসিখুশি স্বভাবের মিষ্টি একজন অভিনেত্রী হলেন অন্বেষা হাজরা (Annwesha Hazra)। যদিও ছোটপর্দার দর্শকদের কাছে তিনি ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালের উর্মি (Urmi) নামেই বেশি জনপ্রিয় তিনি। জি বাংলার পর্দায় সম্প্রচারিত এই জনপ্রিয় মেগা সিরিয়ালে টুকাইবাবু আর উর্মির জুটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল দর্শকমহলে।

ইতিমধ্যেই উর্মির টুকাইবাবু ফিরেছেন নতুন সিরিয়ালে। তাই অনুরাগীরা অপেক্ষায় ছিলেন আবার কবে নতুন সিরিয়ালে কামব্যাক করবেন অন্বেষা। ইতিমধ্যেই দর্শকদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে স্টার জলসার নতুন সিরিয়াল ‘সন্ধ্যাতারা’তে মুখ্য চরিত্রে ফিরছেন অভিনেত্রী। প্রসঙ্গত জি বাংলার পর্দায় এই পথ যদি সিরিয়ালে অভিনয় করে ব্যাপক পেলেও ইতিপূর্বে  আরও বেশ কয়েকটি সিরিয়ালের অভিনয় করেছিলেন অন্বেষা। আজ বং ট্রেন্ডের পাতায় থাকছে অন্বেষা অভিনীত আগের সিরিয়াল গুলিতে তাঁর নায়কদের তালিকা।

Anwesha Hazra soon comeback in New serial with Star Jalsha

কুনাল ব্যানার্জী (Kunal Banerjee): আজ থেকে ৫ বছর আগে ২০১৮ সালে কাজললতা সিরিয়াল দিয়ে প্রথম অভিনয়ে হাতেখড়ি হয়েছিল অন্বেষার। সৌমু আর কাজলের এই ভালোসার কাহিনীর শেষে মিল হয়নি নায়ক-নায়িকার। ধারাবাহিকে নায়ক সৌমুর চরিত্রে অভিনয় করেছিলেন কুনাল ব্যানার্জী।
বাংলা সিরিয়াল,Bengali Serial,অন্বেষা হাজরা,Annwesha Hazra,কুনাল ব্যানার্জী,Kunal Banerjee,দিব্যজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,রিজওয়ান রাব্বানী শেখ,Rizwan Rabbani Sheikh,ঋত্বিক মুখার্জী,Writwik Mukherjee,সৌরজিৎ ব্যানার্জী,Sourajit Banerjee
দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta): এর পরের বছরেই অর্থাৎ ২০১৯ সালে ‘চুনিপান্না’ সিরিয়ালে ভিতুর ডিম নির্ভীক এর সাহসী বৌ চুনি চরিত্রে অভিনয় করেছিলেন অন্বেষা।  এই ধারাবাহিকে তাঁর নায়ক হয়েছিলেন টেলিভিশন হার্টথ্রব দিব্যজ্যোতি দত্ত।
বাংলা সিরিয়াল,Bengali Serial,অন্বেষা হাজরা,Annwesha Hazra,কুনাল ব্যানার্জী,Kunal Banerjee,দিব্যজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,রিজওয়ান রাব্বানী শেখ,Rizwan Rabbani Sheikh,ঋত্বিক মুখার্জী,Writwik Mukherjee,সৌরজিৎ ব্যানার্জী,Sourajit Banerjee
রিজওয়ান রাব্বানী শেখ (Rizwan Rabbani Sheikh): এরপর ‘ঠাকুমার ঝুলি’তে রাজকুমারী পুষ্পবতী সেজেছিলেন অন্বেষা। এই ধারাবাহিকে তাঁর নায়ক ডালিমকুমার চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা রিজওয়ান রাব্বানী শেখ। বাংলা সিরিয়াল,Bengali Serial,অন্বেষা হাজরা,Annwesha Hazra,কুনাল ব্যানার্জী,Kunal Banerjee,দিব্যজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,রিজওয়ান রাব্বানী শেখ,Rizwan Rabbani Sheikh,ঋত্বিক মুখার্জী,Writwik Mukherjee,সৌরজিৎ ব্যানার্জী,Sourajit Banerjee
ঋত্বিক মুখার্জী (Writwik Mukherjee): জি বাংলার পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল ‘এই পথ যদি না শেষ হয়’তে সুপারহিট হয়েছিল  ঊর্মি সাত্যকির ভালোবাসার গল্প। এই ধারাবাহিকে উর্মির টুকাইবাবু হয়েছিলেন অভিনেতা ঋত্ত্বিক মুখার্জী। 
Bengali serial actress who plays mother role in serial
 
সৌরজিৎ ব্যানার্জী (Sourajit Banerjee): আর এবার আরও এক নতুন সিরিয়াল ‘সন্ধ্যাতারা নিয়ে আসছেন অভিনেত্রী।এই সিরিয়ালে তাঁর বিপরীতে থাকছেন নবাগতা অভিনেতা সৌরজিৎ ব্যানার্জী।
বাংলা সিরিয়াল,Bengali Serial,অন্বেষা হাজরা,Annwesha Hazra,কুনাল ব্যানার্জী,Kunal Banerjee,দিব্যজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,রিজওয়ান রাব্বানী শেখ,Rizwan Rabbani Sheikh,ঋত্বিক মুখার্জী,Writwik Mukherjee,সৌরজিৎ ব্যানার্জী,Sourajit Banerjee
ইতিমধ্যেই সিরিয়ালের প্রোমো প্রকাশ্যে এসে গিয়েছে যেখানে দেখা যাচ্ছে দুই বোনের ভালোবাসার কাহিনী নিয়েই তৈরী ধারাবাহিকের গল্প।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥