• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোটপর্দায় থেকে সোজা সিনেমায়, দর্শকদের উদ্দেশ্যে সুখবর জানালেন ‘উর্মি’ অভিনেত্রী অন্বেষা হাজরা

বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত পরিচিত মুখ হলেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra)। ছোট পর্দার দর্শকদের কাছে যদিও তিনি ‘উর্মি’ (Urmi) নামেই বেশি পরিচিত। কিছুদিন আগের জি বাংলার পর্দায় শেষ হয়েছে অন্বেষা অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’।  এই ধারাবাহিকের ছটফটে প্রাণবন্ত নায়িকা উর্মি চরিত্রে অভিনয় করে দর্শকদের একেবারে  ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন অভিনেত্রী।

এই ধারাবাহিক শেষ হওয়ার পর উর্মির টুকাইবাবু অর্থাৎ অভিনেতা ঋত্বিক মুখার্জি এই মুহূর্তে জি বাংলারই আরও একটি জনপ্রিয় সিরিয়াল ‘মন দিতে চাই’তে  নায়কের চরিত্রে অভিনয় করলেও এখনও পর্যন্ত ছোটপর্দায় দেখা মিলেনি অন্বেষার। তবে এবার বাংলা নববর্ষের আগেই অনুরাগীদের এক বিরাট সুখবর দিলেন অভিনেত্রী।

   

Ei Path Jodi Na Sesh Hoi Urmi Satyaki 1

ছোট পর্দা থেকে সোজা এক লাফে একেবারে বড় পর্দায় পা রাখছেন অন্বেষা। এবার তিনি অভিনয় করতে চলেছেন খ্যাতনামা পরিচালক মৈনাক ভৌমিক পরিচালিত জনপ্রিয় বাংলা সিনেমা চিনির সিকুয়েল ‘চিনি ২’-তে। তবে এখনও পর্যন্ত যা খবর এই সিনেমায় মুখ্য চরিত্রে  নয়, তবে গুরুত্বপূর্ণ একটি পার্শ্বর চরিত্রে থাকছেন অন্বেষা।

 

View this post on Instagram

 

A post shared by Annwesha Hazra (@annwesha_hazra)


নির্মাতাদের নির্দেশ মেনে এখনও  পর্যন্ত এ বিষয়ে খোলসা করে কিছু জানাতে চাননি অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই এই সিনেমার একটি পোস্টার শেয়ার করেছিলেন। বিষয়টি সম্পর্কে সঠিকভাবে জানার জন্য নিউজ ১৮ বাংলার তরফে অভিনেত্রীর সাথে যোগাযোগ করা হয়েছিল।

সেখানে অভিনেত্রী জানিয়েছেন চিনি মধুমিতা হলেও তিনি এই সিনেমায় একটা গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। সেইসাথে অভিনেত্রীর সংযোজন ‘কর্তৃপক্ষের তরফ থেকে এক্ষুনি আমার চরিত্রটা কী সেটা সঠিক ভাবে জানাতে না করেছে। তবে এটুকু বলতে পারি যে, এই চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অন্বেষা হাজরা,Annwesha Hazra,উর্মি,Urmi,Amader Ei Poth Jodi Na Sesh Hoi,আমাদের এই পথ যদি না শেষ হয়,বাংলা সিনেমা,Bengali Cinema,ডেবিউ,Debut,চিনি ২,Chini 2

ছোট পর্দা থেকে সোজা বড় পর্দায় অভিনয়ের সুযোগ পেয়ে কেমন লাগছে পর্দার উর্মির? এই প্রশ্নের জবাবে  অভিনেত্রী বলেন “ভাল। একই সেই, কাজটা কাজের মতোই যেমন আমাদের টেলিভিশন, তেমন সিনেমাতও। কিন্তু অবশ্যই সিনেমার কাজ বেশ ভাল লাগছে। টিমটাও খুব ভালো’।

প্রসঙ্গত অন্বেষার অভিনয়ের হাতেখড়ি হয়েছিল কালার্স বাংলায় ‘কাজল লতা’ দিয়ে। এরপর একে একে অভিনয় করেছে ‘বৃদ্ধাশ্রম’, ‘চুনি পান্না’র মতো ধারাবাহিকে। তবে ‘এই পথ যদি না শেষ হয়’ তে উর্মি হয়েই পেয়েছেন অধিক জনপ্রিয়তা। তবে শুরু থেকেই অন্বেষাকে দেখা গিয়েছে মুখ্য চরিত্রে।