• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অন্বেষা হাজরা জাত  অভিনেতা! মানসিক ভারসাম্যহীন উর্মির অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ দর্শক 

এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ (Amader Ei Poth Jodi Na Sesh Hoi)। সাংসারিক কুটকচালী কিংবা পরকীয়ার বাইরে একেবারে সাদামাটা মধ্যবিত্ত জীবন থেকে উঠে আসা এই সিরিয়ালের গল্প খুব অল্পদিনে মন জয় করে নিয়েছে দর্শকদের। প্রসঙ্গত বেশ কিছুদিন ধরে বাংলা সিরিয়াল গুলোতে চলছে টানটান উত্তেজনার পর্ব।

তাই বিয়ে, কিংবা হানিমুন নয়, জি বাংলার বেশিরভাগ সিরিয়ালেই এখন বিপদের মুখে নায়ক নায়িকা। ব্যতিক্রম নয় উর্মি সত্যকির লাভ স্টোরিও। এই সিরিয়ালের প্রথম থেকেই নিজের সাবলীল অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে পাকাপাকিভাবে জায়গা তৈরি করে নিয়েছেন উর্মি (Urmi) অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra)। উল্লেখ্য এটাই অন্বেষার প্রথম সিরিয়াল।

   

আমাদের এই পথ যদি না শেষ হয়,Amader Ei Poth Jodi Na Sesh Hoi,উর্মি,Urmi,অন্বেষা হাজরা,Annwesha Hazra,অভিনয়,Acting,প্রশংসা,Praise

আর প্রথম সিরিয়ালেই তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি আসলে জাত অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ফ্যান পেজগুলোতে শুরু থেকেই তার দুর্দান্ত অভিনয়ের (Acting) প্রশংসায় (Praise) পঞ্চমুখ দর্শক। সম্প্রতি ধারাবাহিকে দেখা গিয়েছে উর্মি সত্যকির ওপর ভয়ংকর প্রাণহানিকর হামলা হয়েছে। বেধড়ক মারধর করায় ইতিমধ্যেই ক্ষতবিক্ষত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে দুজনেই।

আমাদের এই পথ যদি না শেষ হয়,Amader Ei Poth Jodi Na Sesh Hoi,উর্মি,Urmi,অন্বেষা হাজরা,Annwesha Hazra,অভিনয়,Acting,প্রশংসা,Praise

একদিকে প্রচন্ড মারের চোটে চিরদিনের জন্য কোমায় চলে গিয়েছে সাত্যকি। আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরবে না সে। আর উর্মিও প্রচন্ড অসুস্থ। বলতে গেলে মানসিক ভারসাম্য হারিয়েছে সে।  বিশেষ করে সাত্যকি আর কোনোদিন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরবে না একথা জানার পর পাগলের মতো আচরণ করতে শুরু করেছে উর্মি।

আমাদের এই পথ যদি না শেষ হয়,Amader Ei Poth Jodi Na Sesh Hoi,উর্মি,Urmi,অন্বেষা হাজরা,Annwesha Hazra,অভিনয়,Acting,প্রশংসা,Praise

কখনো হেসে আবার কখনো কেঁদে, দুর্দান্ত সব এক্সপ্রেশন দিয়েছেন উর্মি অভিনেত্রী অন্বেষা হাজরা। এই পর্বে উর্মির অভিনয় দেখে হাউ হাউ করে কেঁদেছেন দর্শকরাও।  ফ্যান পেজগুলোতে উপচে পড়েছে উর্মি দুর্দান্ত অভিনয়ের সেই কোলাজ করা ছবি। কমেন্ট সেকশনে বাহবা জানিয়ে কুর্নিশ জানিয়েছেন অসংখ্য দর্শক থেকে শুরু করে শিল্পীরাও।