বিগত কয়েক মাসে বিনোদনমূলক চ্যানেলগুলিতে হিড়িক পড়েছে একের পর এক নতুন সিরিয়ালের। আজই জি বাংলার পর্দায় শুরু হয়েছে ‘যমুনা ঢাকি’ খ্যাত জনপ্রিয় টেলি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) এবং হ্যান্ডসাম টেলি অভিনেতা হানি বাফনা (Honey Bafna)-র নতুন ধারাবাহিক (New Serial) ‘সোহাগ জল’ (Sohag Jol)-এর সম্প্রচার।
নতুন সিরিয়াল আসতেই জায়গা ছাড়তে হচ্ছে উর্মি সত্যকির ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei poth jodi na sesh hoi)সিরিয়ালকে। শুধু তাই নয় আগামীদিনে জি-বাংলার পর্দায় আসছে আরও একটি নতুন সিরিয়াল ‘তোমার খোলা হাওয়া’ (Tomar Khola Haowa)। আর এই সিরিয়ালের কোপে এবার সত্যিই শেষের মুখে উর্মি(Urmi)-সত্যকি(Satyoki)-র সফর। হাতেগোনা আর মাত্র কটা দিন চলতি মাসের শেষেই অর্থাৎ আগামী ৩০ নভেম্বরই শেষ হচ্ছে উর্মি সত্যকির পথচলা।
এই মুহূর্তে জি বাংলার অন্যতম পুরনো একটি সিরিয়াল হল ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi na Sesh Hoi)। বাংলা সিরিয়াল (Bengali Serial)-প্রেমী দর্শকদের একেবারে ভিন্ন স্বাদের গল্প উপহার দিতে বছর দেড়েক আগে জি বাংলার পর্দায় শুরু হয়েছিল উর্মি আর তার সত্যকিবাবুর এই লাভস্টোরি। শুরুর পর থেকে খুব অল্প দিনের মধ্যেই সিরিয়ালপ্রেমী দর্শকদের মনে একেবারে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে এই সিরিয়াল।
প্রসঙ্গত দেড় বছর নেহাত কম সময় নয়। এই দীর্ঘ সময়ে শুটিংয়ের সুবাদেই সিরিয়ালের সমস্ত কলাকুশলীরাই যেন হয়ে উঠেছেন একে অপরের পরিবারের সদস্যদের মতো। তাই সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তাই দর্শকদের মতোই মন ভালো নেই সিরিয়ালের নায়িকা অর্থাৎ উর্মি অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra)। সম্প্রতি নিউজ এইট্টিন বাংলাতে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন ‘মন খারাপ তো হচ্ছেই কিন্তু এত ভেবে লাভ নেই। কিন্তু কোন কিছু শুরু হলে তা শেষও হবে,এক্ষেত্রেও তাই’।
এমনিতে সব শুরুরই একটা শেষ থাকে। ব্যতিক্রম নয় এই সিরিয়ালও। তবে এই দীর্ঘ দেড় বছরের বেশি সময়ে সিরিয়ালের সমস্ত কলা কুশলীরা একে অপরের পরিবারে সদস্য হয়ে উঠলেও কাকে সবথেকে বেশি মিস করবেন পর্দার উর্মি অভিনেত্রী অন্বেষা? এ বিষয়ে অভিনেত্রী বলেছেন ‘সবচেয়ে বেশি মিস করবো মিশমিকে। পর্দায় আমার শত্রু হতেই পারে। কিন্তু বাস্তবে তো সেটা নয়।’