• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাউ ইজ দ্য জোশ! প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বড় পর্দায় ফের আসছে ‘উরি : দ্য সার্জিকাল স্ট্রাইক’

এবছর ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস (Republic Day) উপলক্ষে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘উরি : দ্য সার্জিকাল স্ট্রাইক (URI : The Surgical Strike)’। ২০১৬ সালে উরিতে আক্রমনের ঘটনা নিয়েই তৈরী হয়েছিল এই সিনেমা। ২০১৯ সালের ১১ই জানুয়ারী প্রজাতন্ত্র দিবসের আগেই প্রথমবার পর্দায় এসেছিল এই ছবিটি। আদিত্য ধর (Aditya Dhar) পরিচালিত এই ছবিতে মেজর বিহান সিং শেরগিলের (Major Vihaan Singh Shergill) চরিত্রে অভিনয় করেন বলিউড অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)।

উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক URI : The Surgical Strike

   

মূলত দেশাত্মবোধের ওপর আধার করে তৈরী ছবিটি রিলিজ হবার পর ব্যাপক সাফল্য পেয়েছিল। ছবির একটি ডায়লগ ‘হাউ ইজ দ্য জোশ!’ ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল। সে সময় সোশ্যাল মিডিয়া ট্রেন্ড থেকে শুরু করে সর্বত্র প্রতিটি ভারতবাসীর মনে গেঁথে গিয়েছিল ডায়ালগটি। এবার সেই আবারো বড় পর্দায় ফিরছে সেই ‘হাউ ইজ দ্য জোশ!’

ছবিটি হিট তো হয়েছিলো সাথে সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য শাশ্বত সচদেব (Shashwat Sachdev), সেরা সাউন্ড ডিজাইনের জন্য বিশ্বদীপ ডি চট্টোপাধ্যায়কে (Bishwadeep D. Chatterjee) ও পরিচালনার জন্য আদিত্য ধর এবং অভিনয়ের জন্য ভিকি কৌশলকে (Vicky Kaushal) জাতীয় পুরস্কারে সম্মানিত করে হয়েছিল।

ছবির নির্মাতা রনি স্ক্রুওয়ালা কিছুদিন আগেই এক ট্যুইট বার্তায় উরির পুণরায় মু্ক্তির কথা জানান। আর #RepublicDay এর সাথে পোস্টটি শেয়ার করে লেখেন যে দেশের বীর যোদ্ধাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আবারো সিনেমা হলের বড় পর্দায় রিলিজ হতে চলেছে ‘উরি : দ্য সার্জিকাল স্ট্রাইক’।

উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক URI : The Surgical Strike

এরপর কোথায় কোথায় এই সিনেমা মুক্তি পাবে রার একটি তালিকায় প্রকাশ করা হয়েছে। কলকাতা, মুম্বাই, চন্ডিগড়, লাখনৌ এর মত মোট ২৯টি শহরের সিনেমাহলে প্রজাতন্ত্র দিবসের দিনে পুনরায় দেখা যাবে ‘উরি : দ্য সার্জিকাল স্ট্রাইক’।

site