• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সৌন্দর্যের নামে শুধুই অঙ্গপ্রদর্শন! মেক আপ ছাড়া কেমন দেখতে উরফি জাভেদ? রইল ভাইরাল ভিডিও

Published on:

Urfi Javed,Urfi Javed no makeup look,bollywood,entertainment,উরফি জাভেদ,উরফি জাভেদ নো মেক আপ লুক,বলিউড,বিনোদন

বলিউডের চর্চিত অভিনেত্রী উরফি জাভেদ (Urfi Javed) ফের সংবাদমাধ্যমের শিরোনামে চলে এসেছেন। তবে এবার অবশ্য নিজের কোনও বিচিত্র ফ্যাশন সেন্সের কারণে নয়, অভিনেত্রীর বিনা মেক আপ লুক (No makeup look) নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা।

উরফি এমন একজন অভিনেত্রী যিনি কিছুতেই মেক আপ ছাড়া ক্যামেরার সামনে আসতে চান না। এর আগে পাপারাৎজি বহুবার উরফির মেক আপ ছাড়া ছবি তোলার চেষ্টা করেছেন, কিন্তু প্রত্যেকবার সেখান থেকে কার্যত পালিয়ে গিয়েছেন তিনি। তবে এবার আর শেষ রক্ষা হল না।

Urfi Javed

সম্প্রতি উরফি চিকিৎসকের কাছে গিয়েছিলেন। সেখান থেকে বেরিয়েই মুম্বইয়ের ছবি শিকারীর ক্যামেরাবন্দি হন ‘বিগ বস ওটিটি’ খ্যাত অভিনেত্রী। পাপারাৎজিকে দেখা মাত্রই উরফি অবশ্য মুখে হাত চাপা দিয়েছিলেন। কিন্তু ততক্ষনে যা হওয়ার হয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যে উরফির নো মেক আপ লুকের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

‘বিগ বস ওটিটি’ খ্যাত অভিনেত্রীর ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, তাঁর চোখের নীচের ডার্ক সার্কেল একেবারে স্পষ্ট। রূপের জেল্লাও গায়েব। তবে নেটিজেনদের একাংশ অভিনেত্রীকে বিনা মেক আপে বেশ ভালো লেগেছে। একজন যেমন লিখেছেন, ‘এটাই তো বেশ ভালো’।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

তবে অনেকে আবার উরফিকে বিনা মেক আপে দেখে কটাক্ষও করেছেন। কেউ কেউ আবার এও বলেছেন যে, বিনা মেক আপে বলিপাড়ার এই চর্চিত অভিনেত্রীকে একেবারে চেনা দায়। তবে এসবের মাঝেও নেটিজেনদের একাংশের আরও একটি বিষয় নজর কেড়েছে। যা দেখে তাঁরা উরফির ভূয়সী প্রশংসা করেছেন।

Urfi Javed

ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, পাপারাৎজি যখন অভিনেত্রীর ছবি, ভিডিও তুলতে ব্যস্ত সেই সময় উরফি তাঁদের উদ্দেশ্যে জিজ্ঞেস করেন, ‘আপনারা চা খাবেন?’ সাধারণত যেখানে বলিউডের বাকি তারকারা পাপারাৎজিদের একেবারে উপেক্ষা করে চলে যায়, সেখানে উরফির তাঁদের প্রতি এই ব্যবহার নেটিজেনদের একেবারে মুগ্ধ করে দিয়েছে। অনেকেই বলেছেন, ‘উরফির ব্যবহার সত্যিই ভালো’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥