• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

লাজ শরম আগেই গেছে, এবার বুদ্ধিও গেল! জামাকাপড় ছেড়ে শরীরে পাথর এঁটে ভাইরাল উরফি জাভেদ, রইল ছবি

Published on:

Urfi Javed wearing stone viral video gets trolled massively

‘বিগ বস ওটিটি’ খ্যাত উরফি জাভেদের (Urfi Javed) কথা শুনলেই নেটিজেনদের প্রথম যে কথা মাথায় আসে, তা নিঃসন্দেহে তাঁর বিচিত্র রকমের পোশাক। কখনও নিজের ছবি, কখনও কাঁচ, আবার কখনও সেফটিপিন দিয়ে বানানো পোশাক পরে সামনে চলে আসেন অভিনেত্রী। তবে এগুলি তো এখন অতীত, এবার পাথর (Stone) দিয়ে বানানো পোশাক (Outfit) পরে প্রকাশ্যে এলেন উরফি।

টেলিভিশন দুনিয়ার এই চর্চিত অভিনেত্রীর পোশাক নেটিজেনদের আলোচনার ‘হট টপিক’। এই কারণে তাঁকে বহুবার কটাক্ষেরও সম্মুখীন হতে হয়েছে। কিন্তু উরফির থামার নাম নেই। নিন্দুকদের মুখে ঝামা ঘষে একের পর এক বিচিত্র ধরণের পোশাক পরে হাজির হয়ে যান তিনি।

Urfi Javed

সম্প্রতি যেমন নেটদুনিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী, যা দেখার পর ফের চোখ কপালে উঠেছে নেটিজেনদের। উরফির শেয়ার করা সেই ভিডিওয় দেখা যাচ্ছে, একটি গোলাপি রঙের টি শার্ট এবং কালো রঙের শর্টস পরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। নীচে একটি কমেন্টে লেখা, ‘একে পাথর ছুঁড়ে মারা উচিত’।

এরপরই উরফিকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হতে থাকে। কিছুক্ষণ পর দেখা যায়, সেই পাথর দিয়েই পোশাক বানিয়ে তা পরে হাজির হয়ে গিয়েছেন অভিনেত্রী। নানা রঙে বেরঙের পাথর দিয়ে বানানো সেই পোশাক পরে বেশ সুন্দর দেখাচ্ছিল ‘বিগ বস ওটিটি’ খ্যাত উরফিকে।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

সেই ভিডিও শেয়ার করে উরফি লিখেছেন, ‘হ্যাঁ, এই পোশাক বানাতে সাহায্য করেছে সেই কমেন্টটি। আমায় নয়, সেই কমেন্টটিকে দোষারোপ করো’। অভিনেত্রীর শেয়ার করা সেই সুন্দর পোশাক দেখে তাঁর ভক্তরা আরও একবার মুগ্ধ হয়ে গিয়েছেন। কীভাবে নানান রকমের জিনিস দিয়ে সুন্দর সুন্দর পোশাক বানান উরফি, তা দেখে বারংবার মুগ্ধ হন তাঁর ভক্তরা।

উরফিকে তাঁর পোশাকের জন্য প্রচুর কটাক্ষের শিকার হতে হলেও, বলিউড সুপারস্টার রণবীর সিং সম্প্রতি ‘কফি উইথ করণ’এর মঞ্চে তাঁর ফ্যাশন সেন্সের ভূয়সী প্রশংসা করেছেন। এই তরুণী অভিনেত্রীকে ‘ফ্যাশন আইকন’ আখ্যা দিয়েছিলেন বলিপাড়ার খিলজি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥