• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফ্যাশনের নাম উলঙ্গপ্রায়! বুকে চোঙ লাগানো উরফির ভিডিও দেখে তোলপাড় নেটপাড়া

Published on:

Urfi Javed another bizzarre dress video goes viral on social media

উরফি জাভেদ (Urfi Javed) এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে চর্চা চলতেই থাকে। নিজের বিচিত্র ফ্যাশান সেন্সের কারণে মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন তিনি। নেটপাড়ায় তো তাঁকে নিয়ে হামেশাই চর্চা চলতে থাকে। সম্প্রতি যেমন ফের একবার নিজের পোশাকের কারণে নেটিজেনদের চর্চার ‘টপিক’ হয়ে উঠেছেন তিনি। তাঁর নতুন ভিডিও দেখে চোখ কপালে উঠেছে নেটাগরিকদের একাংশের।

‘বিগ বস ওটিটি’ (Bigg Boss OTT) খ্যাত এই অভিনেত্রী বস্তা থেকে শুরু করে শামুক, কাঁচ- সব কিছু দিয়ে নিজের শরীর ঢেকেছেন। যা দিয়ে পোশাক বানানোর কথা কেউ ভাবতেও পারেন না, তা দিয়েই পোশাক বানিয়ে পরেছেন তিনি। বলিউডের নামী অভিনেতা রণবীর সিং যেমন প্রকাশ্যেই উরফিকে ‘ফ্যাশান আইকন’ আখ্যা দিয়েছিলেন। এবার বি টাউনের এই ‘ফ্যাশান আইকন’এর পোশাক দেখে হাঁ হয়ে গিয়েছেন নেটিজেনরা।

Urfi Javed cone dress

পোশাকের জন্য কটাক্ষ-বিদ্রুপ শোনার পাশাপাশি থানা-পুলিশ অবধি যেতে হয়েছে উরফিকে। কিন্তু তাও তিনি দমে যাননি। বিতর্ককে পাত্তা না দিয়ে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। তবে এবার তিনি যে পোশাক পরে সামনে এসেছে তা সত্যিই ভাষায় বর্ণনা করা কঠিন।

সম্প্রতি উরফি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, তাঁর ঊর্ধ্বাঙ্গে পোশাক নেই বললেই চলে। শুধুমাত্র লজ্জা নিবারণের জন্য স্তনযুগল ঢেকেছেন চোঙ জাতীয় একটি জিনিস দিয়ে। সেই বস্তুটির ওপর আবার সোনালি জরি দিয়ে কারুকাজও করা রয়েছে। কোমর থেকে শরীরের নিম্নাংশ ঢাকা রয়েছে এক টুকরো কালো কাপড় দিয়ে।

Urfi Javed wears cone

এই পোশাক পরে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করাই নয়, রাস্তাতেও বেরিয়েছিলেন উরফি। সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করে ‘বিগ বস ওটিটি’ খ্যাত এই অভিনেত্রী লিখেছেন, ‘কোন হ্যায় বো জিসনে দুবারা মুড়কে মুঝে নহি দেখা’? ইতিমধ্যেই ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)


প্রসঙ্গত, ইন্টারনেট সেনসেশন উরফি প্রথম জনপ্রিয়তা পেয়েছিলেন করণ জোহর সঞ্চালিত ‘বিগ বস ওটিটি’র মাধ্যমে। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। এখন এই অভিনেত্রীকে ‘এমটিভি স্প্লিটসভিলা’য় দেখা যাচ্ছে। যদিও সেই শোয়ে প্রতিযোগী হিসেবে নয়, বরং ‘মিসচিফ মেকার’ হিসেবে দেখা যাচ্ছে তাঁকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥