• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নোংরামির একটা সীমা থাকে! জিন্সের ওপর অন্তর্বাস পরে চরম ট্রোলের শিকার উরফি জাভেদ, রইল ভিডিও

বিটাউনের বিতর্কিত অভিনেত্রী উর্ফি জাভেদ (Urfi Javed)। অভিনয়ের জন্য নয় বরং অন্য কারণে সর্বদাই চর্চায় থাকেন তিনি। তাঁর ড্রেসিং সেন্স রীতিমত তুমুল চর্চার কারণ নেটপাড়ায়। অদ্ভুত সমস্ত খোলামেলা পোশাকের কারণে মাঝে মধ্যেই শিরোনামে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি  নিজের অদ্ভুত পোশাকের কারণে নেটপাড়ায় ব্যাপক কটাক্ষের শিকার হলেন উরফি।

বিগ বস OTT-এর প্রতিযোগী হিসাবেই প্রথমে পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়, লক্ষাধিক ফলোয়ার রয়েছে তাঁর ইন্স্টাগ্রামে। কখনো গোটা শরীরে নাম মাত্র পোশাক তো কখনো আবার পোশাক পড়লেও এমন ছেঁড়া যা দিয়ে সর্বাঙ্গ দেখা যায়। এমন পোশাক পরেই এয়ারপোর্ট থেকে মুম্বাইয়ের রাস্তায় দেখা মেলে উর্ফির। নিজের এমন ড্রেসিংয়ের কারণে কটাক্ষ থেকেই ট্রোলিং হলেও সে সব কানে দেন না তিনি।

   

Urfi Javed,Urfi Javed Trolled,উরফি জাভেদ,কটাক্ষের শিকার উরফি জাভেদ,Innerware top of jeans,Urfi Javed dress,Urfi Javed Viral Video,Urfi Javed Video

উরফির অদ্ভুত সমস্ত পোশাক অবাক দেখে নেটিজেনদের অনেকেই বলেন,  ‘না কোনো কাজ আছে না কোনো প্রতিভা। তাই শরীর দেখিয়ে ভাইরাল হবার চেষ্টা করছে সবসময়’। কিছুদিন আগেই শার্ট উল্টো করে পরে ভাইরাল হয়েছিলেন অভিনেত্রী। তারপর কখনো স্কিনটাইট ও স্কিন কালারের শর্ট ড্রেস, তো কখনো নামমাত্র কাপড়ে বক্ষদেশ ঢেকে হাজির হয়েছিলেন তিনি।

Urfi Javed,Urfi Javed Trolled,উরফি জাভেদ,কটাক্ষের শিকার উরফি জাভেদ,Innerware top of jeans,Urfi Javed dress,Urfi Javed Viral Video,Urfi Javed Video

তবে সম্প্রতি উরফির পুরোনো একটি ভিডিও নতুন করে ভাইরাল হতে শুরু করেছে। ভাইরাল হওয়া এই ভিডিওতে জিন্সের সাথে অন্তর্বাস পরে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তবে অন্তর্বাস ভেতরে নয় বরং জিন্সের বাইরে অন্তর্বাস পরে রয়েছেন উরফি। এমন একখানা লুকের ভিডিও নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছিলে তিনি। যা নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছিল।

 

View this post on Instagram

 

A post shared by Urrfii (@urf7i)

জিন্সের ওপর অন্তর্বাস পরে উরফি জাভেদের ছবি ও ভাইরাল হতেই জোর চর্চা শুরু হয় নেটপাড়ায়। কারোর মতে দারুণ লাগছে তো কেউ  নির্লজ্জ বলে কটাক্ষ করেছিলেন উরফিকে। তবে লোকের কথায় কান দিতে একেবারেই নারাজ অভিনেত্রী। কারণ এর পরেও অদ্ভুত খোলামেলা পোশাক পরে ছবি ও ভিডিও শুট অব্যাহত রেখেছেন তিনি।