• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিজের মা-বোনকে গিয়ে বলো! ভদ্র পোশাক পরতে বলায় সাংবাদিককেই ধুয়ে দিলেন উরফি জাভেদ, রইল ভিডিও

Published on:

Urfi Javed,Urfi Javed paparazzi controversy,bollywood,entertainment,উরফি জাভেদ,উরফি জাভেদ পাপারাৎজি বিতর্ক,বলিউড,বিনোদন

উরফি জাভেদ এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে চর্চা লেগেই থাকে। নিজের বিচিত্র ফ্যাশান সেন্সের কারণে নেটিজেনদের চর্চার কেন্দ্রে চলে আসেন ‘বিগ বস ওটিটি’ খ্যাত এই অভিনেত্রী। তাঁর বিচিত্র ধরণের পোশাকের কারণেই বহুবার নেটিজেনদের কটাক্ষের শিকারও হতে হয়েছে তাঁকে। সেসবে উরফি (Urfi Javed) খুব একটা কান না দিলেও, এবার তাঁর ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে।

সম্প্রতি একটি ইভেন্ট গিয়ে পাপারাৎজির (Paparazzi) ওপর মেজাজ হারাতে দেখা যায় উরফিকে। কিন্তু কী এমন হয়েছে যে কারণে এতটা ক্ষেপে গিয়েছেন অভিনেত্রী? এমনিতে তাঁর সঙ্গে পাপারাৎজিদের কিন্তু বেশ ভালো খাতির। হেসে হেসেই তাঁদের সঙ্গে কথা বলেন। তাহলে এবার কী এমন হল যে তিনি এতটা চটে গেলেন?

Urfi Javed

ঘটনাটি মঙ্গলবারের। সেদিন এক অনুষ্ঠানের রেড কার্পেটে হাঁটতে দেখা গিয়েছিল ‘বিগ বস ওটিটি’ খ্যাত অভিনেত্রীকে। সেখানেই পাপারাৎজিদের সঙ্গে কথা বলার সময় মেজাজ হারান অভিনেত্রী। প্রকাশ্যেই ধমকের সুরে মুম্বইয়ের চিত্র সাংবাদিকদের উরফি বলেন, ‘পোশাক নিয়ে পরামর্শ দেওয়ার হলে নিজের প্রেমিকা, মা, বোনকে গিয়ে দিন। আমার পোশাক নিয়ে একেবারেই কোনও মন্তব্য করবেন না’।

Urfi Javed angry

আসলে দিন কয়েক আগে ‘ঝলক দিখলা জা’র লঞ্চ অনুষ্ঠানে গিয়েছিলেন উরফি। সেখানে অভিনেত্রীর পোশাককে উদ্দেশ্য করে একজন চিত্র সাংবাধিকে মন্তব্য করেছিলেন। সেই ভিডিও চোখে পড়তেই বেজায় চটে যান উরফি। ভিডিও প্রমাণ সহযোগে পাপারাৎজিদের বারবার জিজ্ঞেস করতে থাকেন, ‘এই গলার আওয়াজটা কার?’

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

উরফির চালানো ভিডিওয় সাফ শোনা যাচ্ছিল, একজন চিত্র সাংবাদিক বলছেন, ‘উরফি আজ তাও একটু শালীন পোশাক পরে এসেছেন’। পোশাক নিয়ে এমন মন্তব্য একেবারেই মেনে নিতে পারেননি অভিনেত্রী। সঙ্গে সঙ্গে প্রমাণ সহযোগে পাপারাৎজিদের সতর্ক করে দেন তিনি।

ভিডিও চালিয়ে শোনানোর পর পাপারাৎজিদের উদ্দেশে উরফির প্রশ্ন, ‘আমি তো আপনাদের যথেষ্ট সম্মান করি। তাহলে আমার সঙ্গে কেন এমন আচরণ করা হল?’ সঙ্গেই এও জানিয়ে দেন, ভবিষ্যতে যদি এমন ঘটনা ঘটে তাহলে তিনি আর ছবিশিকারীদের সঙ্গে কোনোরকমের সহযোগিতা করবেন না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥