• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

২ দিন হাসপাতালে ভর্তি থেকেই ফুল টাইট! শরীরের খেয়াল রাখতেই হবে, পণ করলেন সুন্দরী উরফি জাভেদ

Published on:

Urfi Javed says will take care of health seriously

‘বিস বস ওটিটি’ খ্যাত উরফি জাভেদ (Urfi Javed) নিজের ফ্যাশান সেন্সের কারণে বহুবার সামাজিক মাধ্যমে চর্চার কেন্দ্রে চলে এসেছেন। কখনও সেফটিপিন দিয়ে বানানো পোশাক পরে, আবার কখনও কাঁচ দিয়ে বানানো পোশাক পরে নেটিজেনদের নিশানায় চলে এসেছেন তিনি।

সেই উরফির অনুরাগীরাই সম্প্রতি একটি বড় ধাক্কা পেয়েছিলেন। জানতে পেরেছিলেন, প্রিয় তারকা অসুস্থ হয়ে হাসপাতালে (Hospital) ভর্তি হয়েছেন। উরফি নিজেই হাসপাতালের বিছানায় বসে একটি ছবি শেয়ার করেছিলেন। সঙ্গে জানিয়েছিলেন হাসপাতালে ভর্তি হওয়ার সংবাদ।

Urfi Javed hospitalized

তবে এবার অসুস্থ হয়ে দু’দিন হাসপাতালে ভর্তি থাকার পর সেখান থেকে ছাড়া পেয়েছেন উরফি। সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় অভিনেত্রী বলেন, ওনার এনার্জি অনেকটা কমে গিয়েছিল। এরপর জ্বরে কাবু হয়ে পড়েন তিনি। শেষে বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। গত ৭ আগস্ট একটু সুস্থ হওয়ার পর ছাড়া পেয়েছেন এই সোশ্যাল মিডিয়া স্টার।

হাসপাতাল থেকে ছাড়া পেয়েই উরফি শপথ নিয়েছেন নিজের শরীরের খেয়াল রাখার। কারণ অসুস্থ হওয়ার কারণে তাঁর বেশ কিছু কাজ ক্ষতিগ্রস্থ হয়েছে এবং অভিনেত্রীর সেটি একেবারেই ভালোলাগে না। ‘বিগ বস ওটিটি’ সিজন ১’এর প্রতিযোগী বলেন, ‘আমার অসুস্থ হতে একটুও ভালোলাগে না। আশা করব আমি আর অসুস্থ হয়ে পড়ব না’।

Urfi Javed

উরফির সংযোজন, ‘অসুস্থ হয়ে পড়লে আমার কাজ প্রভাবিত হয়। আর কাউকে কাজ করার কথা দিয়ে সেটা না করতে পারলে আমার একেবারেই ভালোলাগে না। আমি বুঝতে পেরেছি যে আমার নিজের শরীরের খেয়াল রাখতে হবে। ব্যস্ত শিডিউলের মধ্যেও নিজের খেয়াল রাখব এবং আমি নিশ্চিত করব যাতে এরপর কখনও এভাবে আমি অসুস্থ না হয়ে পড়ি’।

সোশ্যাল মিডিয়া স্টার উরফি মাঝেমধ্যেই নিজের নানান ধরণের পোশাকের কারণে নেটিজেনদের চর্চার কেন্দ্রে চলে আসেন। এমনকি তারকারাও তাঁর বিষয়ে মন্তব্য করতে ছাড়েন না। সম্প্রতি যেমন অভিনেত্রী চাহত খান্না ড্রেসিং সেন্স নিয়ে উরফিকে প্রকাশ্যে একহাত নিয়েছিলেন। এরপর তাঁর সঙ্গে খানিক বিবাদে জড়িয়ে পড়েন ‘বিগ বস ওটিটি’র প্রতিযোগী। শেষ পর্যন্ত বাধ্য হয়ে উরফিকে ব্লক করে দেন চাহত। বিনোদন দুনিয়ার এই দুই অভিনেত্রীর ঝামেলা কয়েকদিন আগে সংবাদমাধ্যমের শিরোনামে চলে এসেছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥