• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উদ্ভট খোলামেলা পোশাক পরে এসেছে শিরোনামে, এবার ‘পুষ্পা’ গানে নেচে ভাইরাল উর্ফি জাভেদ

Published on:

Urfi Javed Pushpa Dancing on Pushpa Srivalli Song Viral Video

উর্ফি জাভেদ (Urfi Javed) টিভি জগতের অন্যতম বিতর্কিত অভিনেত্রী। তিনি প্রায়ই আলোচিত হন তাদের ড্রেসিং সেন্সের কারণে। হ্যাঁ, অনেক তারকাই তাদের কাজ দিয়ে নিজের নাম তৈরি করেন। তবে উরফি জাভেদ এমনই একজন অভিনেত্রী, যিনি কাজের চেয়ে তার পোশাকের জন্য বিখ্যাত হয়েছেন। অদ্ভুত সমস্ত খোলামেলা পোশাকের কারণে মাঝে মধ্যেই শিরোনামে দেখা যায় অভিনেত্রীকে।

কখনো গোটা শরীরে নাম মাত্র পোশাক তো কখনো আবার পোশাক পড়লেও এমন ছেঁড়া যা দিয়ে সর্বাঙ্গ দেখা যায়। এমন পোশাক পরেই এয়ারপোর্ট থেকে মুম্বাইয়ের রাস্তায় দেখা মেলে উর্ফির। যা পাপ্পারাৎজিদের ক্যামেরায় ধরা পড়তেই ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়াতে। অভিনেত্রী নিজেও ছবি ভিডিও শেয়ার করেন নিজের ইনস্টাগ্রামে।

Urfi Javed,উর্ফি জাভেদ

সম্প্রতি একটি রিল ভিডিও শেয়ার করেছেন উর্ফি যা ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে ‘পুষ্পা (Pushpa)’ ছবির সুপার ভাইরাল হওয়া গান ‘তেরি ঝলক আশরাফী, শ্রীভাল্লি (Srivalli)’ গানে নাচতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। সাদা আর পিঙ্ক কালারের শাড়ি আর  সাথে পিঙ্ক কালারের অভিনব ব্লাউজ পরেই এই রিল ভিডিও তৈরী করেছেন উর্ফি। ভিডিওটি অভিনেত্রীর নাচের পাশাপাশি খুল্লাম খুল্লা ব্লাউজে নজর আটকেছেন নেটিজেনদের।

Urfi Javed,উর্ফি জাভেদ

ইতিমধ্যেই ভিডিওটি প্রায় লক্ষাধিক ভিউ হয়ে গিয়েছে। আর ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা নানা ধরণের মন্তব্যও করেছেন কমেন্ট বক্সে। কারোর মতে দারুন সুন্দরী লাগছে, দারুন নেচেছেন, তো কেউ আবার কটাক্ষ করেছেন। এক নেটিজেনদের মতে, ‘ম্যাডাম আপনি মনে হয় ব্লাউজটা উল্টো দিকে পরে ফেলেছেন’। আবার বেশ কিছুজনের মতে ভাইরাল হবার চক্করে কি না করে এই মহিলা!

 

View this post on Instagram

 

A post shared by Urrfii (@urf7i)

প্রসঙ্গত, একসময় বিগবসের দৌলতে লাইমলাইটে এসেছিলেন অভিনেত্রী। তবে কিছুদিন আগে ক্যামেরার সামনে বিগবস নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ফ্রীতে পাবলিসিটি করতে চাই না। আমি বিগবসকে ঘৃণা করি। এমনকি সালমান খানকেও যে পছন্দ করেননা অভিনেত্রী সেটিও জানিয়ে দিয়েছিলেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥