• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাহাড়ে উঠেও নির্লজ্জ! পাথর দিয়ে বুক ঢেকে অর্ধনগ্ন উরফিকে দেখেই ছিঃ ছিঃ করছে নেটপাড়া

Published on:

Urfi Javed new video with stone dress viral on social media

বলিউডের (Bollywood) বিতর্কিত ব্যক্তিত্বদের নামের তালিকায় ওপরের দিকেই থাকবে উরফি জাভেদের (Urfi Javed) নাম। নিজের বিচিত্র ফ্যাশান সেন্সের কারণে মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন তিনি। নেটিজেনদের একাংশের অভিযোগ, ফ্যাশানের নামে শুধুমাত্র অঙ্গ প্রদর্শনী করে থাকেন উরফি। যদিও সেই কথা মানতে নারাজ তাঁর অনুরাগীরা।

কখনও চুইংগাম, কখনও আবার বস্তা দিয়ে বানানো পোশাক পরে প্রকাশ্যে এসেছেন উরফি। বাদ দেননি ফোনের সিম কার্ড কিংবা সেফটিপিনও। নিজের ফ্যাশান সেন্সের কারণে বহুবার আইনি বিপাকেও পড়েছেন ‘বিগ বস ওটিটি’ খ্যাত এই অভিনেত্রী। একবার রেস্তোরাঁ থেকেও বের করে দেওয়া হয়েছিল তাঁকে। যদিও তাতে কিছু যায় আসে না তাঁর।

Urfi Javed goes topless covering breast with hands only video goes viral on social media

সমালোচনা কিংবা কটু কথাকে বিন্দুমাত্র পাত্তা দেন না উরফি। বরং নিন্দুকদের মুখে ঝামা ঘষে আরও বেশি বোল্ড অবতারে ক্যামেরার সামনে হাজির হন তিনি। সম্প্রতি যেমন উরফির শেয়ার করা একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়।

‘বিগ বস ওটিটি’ খ্যাত এই অভিনেত্রীর পোস্টে দেখা যাচ্ছে, পাহাড়ের (Mountain) কোলে দাঁড়িয়ে রয়েছেন। প্রচণ্ড হাওয়া বইছে সেখানে। তবে তাঁর পরনে শীতবস্ত্র তো দূর, অন্য কোনও ভারী পোশাকও নেই। বরং বিকিনি (Bikini) পরে সেখানে দাঁড়িয়ে ছিলেন তিনি। সেই পোস্টের ক্যাপশনে উরফি লিখেছেন, ‘দ্য ভিউ’।

Urfi Javed, Urfi Javed restaurant

ইতিমধ্যেই নেটপাড়ায় হু হু করে ভাইরাল হয়ে গিয়েছে উরফির সেই সোশ্যাল মিডিয়া পোস্ট। সেই সঙ্গেই বিতর্কের ঝড় উঠেছে নেটপাড়ায়। কেউ অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কেউ আবার ‘অঙ্গ প্রদর্শনী’র জন্য তুলোধোনা করেছেন তাঁকে।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)


প্রসঙ্গত, উরফি এমন একজন ব্যক্তিত্ব যিনি নিজের ফ্যাশান সেন্সের মাধ্যমে বলিপাড়ার একাধিক তারকারও নজর কেড়েছেন। রণবীর সিং যেমন তাঁকে ‘ফ্যাশান আইকন’ আখ্যা দিয়েছেন। অপরদিকে আবার রণবীর কাপুরের বিশেষ পছন্দ নয় ‘বিগ বস ওটিটি’ তারকার ফ্যাশান। তবে যে যাই বলুক না কেন, উরফি যে সেসব কথায় কান দেন না তা তাঁর সাহসী পোস্ট দেখেই বেশ বোঝা যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥