• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাজ পেতে গেলে ‘শুতে’ হবে, আমাকে দেখে প্রকাশ্যেই হস্তমৈথুন শুরু করেন কাস্টিং ডিরেক্টর! বিস্ফোরক উর্ফি জাভেদ

কথায় আছে ‘যে দেখতে নারি, তার চলন বাঁকা’। অভিনেত্রী তথা ফ্যাশনিস্তা উর্ফি জাভেদ (Urfi Javed) কে নিয়ে সর্বক্ষণই বিতর্ক, চর্চা সমালোচনা লেগেই থাকে সোশ্যাল মিডিয়ায়। তিনি প্রায়ই আলোচিত হন তাদের ড্রেসিং সেন্সের কারণে। হ্যাঁ, অনেক তারকাই তাদের কাজ দিয়ে নিজের নাম তৈরি করেন। তবে উর্ফি জাভেদ এমনই একজন অভিনেত্রী, যিনি কাজের চেয়ে তার পোশাকের জন্য বিখ্যাত হয়েছেন। অদ্ভুত সমস্ত খোলামেলা পোশাকের কারণে মাঝে মধ্যেই শিরোনামে দেখা যায় অভিনেত্রীকে।

কখনো গোটা শরীরে নাম মাত্র পোশাক তো কখনো আবার পোশাক পরলেও এমন ছেঁড়া যা দিয়ে সর্বাঙ্গ দেখা যায়। এমন পোশাক পরেই এয়ারপোর্ট থেকে মুম্বাইয়ের রাস্তায় দেখা মেলে উর্ফির। যা পাপ্পারাৎজিদের ক্যামেরায় ধরা পড়তেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু তার পোশাক যেমনই হোক কোনোও নারীকেই কিন্তু পোশাকের কারণে কুরুচিপূর্ণ মন্তব্য, বা যৌনতার প্রস্তাব দেওয়া যায়না।

   

cropped-Urfi-Javed-trolled-for-wearing-innerware-on-top-of-Jeans-Viral-Video.jpg

এবার এই প্রসঙ্গেই বিস্ফোরক অভিযোগ করলেন উর্ফি। মুখোশ টেনে খুলে দিলেন এক জনপ্রিয় কাস্টিং ডিরেক্টরের। এত সাহসী হওয়ার কারণেই কি কাস্টিং কাউচের শিকার হতে হয়েছিল তাকে? মুখ খুললেন উর্ফি জাভেদ৷ তিনি জানিয়েছিলেন কেবল নিজের বুদ্ধির জোরে সেদিন বেরিয়ে আসতে পেরেছিলেন উর্ফি।

Urfi Javed 7

পাঞ্জাবের এক কাস্টিং ডিরেক্টর ওবেদ আফ্রিদির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে উর্ফি জানান, উর্ফিকে কাজ পাইয়ে দেওয়ার জন্য বিছানায় যাওয়ার, রাত কাটানোর মত অশ্লীল প্রস্তাব দিয়েছিলেন তিনি। উর্ফি প্রমাণ স্বরূপ ওই ডিরেক্টরের মুখোশ টেনে খুলে দিতে কিছু চ্যাটের স্ক্রিনশটও শেয়ার করেন৷

Urfi Javed Backless

এমনকি উর্ফি জানান ভিডিওতে মিটিং এর নাম করে অভিনেত্রীকে দেখে প্রকাশ্যে হস্ত মৈথুনও করেন ডিরেক্টর। তিনি সাফ জানান, টাকার বিনিময়ে কাজ করেন বলে তাকে যৌন হেনস্থা করা উচিত নয়।