• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমি চাড্ডি ব্রা পরি না পরি তাতে কি যায় আসে, তুমি নিজে পড়েছ তো সেটাকে খেয়াল রাখঃ উরফি জাভেদ

Published on:

Urfi Javed,Urfi Javed Interview,Urfi Javed Video,উরফি জাভেদ,উরফি ভিডিও,Urvi Angry on Media,Urfi Dress

বিটাউনের বিতর্কিত অভিনেত্রী উর্ফি জাভেদ (Urfi Javed)। অভিনয়ের জন্য নয় বরং অন্য কারণে সর্বদাই চর্চায় থাকেন তিনি। তাঁর ড্রেসিং সেন্স রীতিমত তুমুল চর্চার কারণ নেটপাড়ায়। অদ্ভুত সমস্ত খোলামেলা পোশাকের কারণে মাঝে মধ্যেই শিরোনামে দেখা যায় অভিনেত্রীকে। কখনো শার্টলেস তো কখনো অন্তর্বাস বের করা পোশাকের কারণে প্রতিনিয়ত ট্রোলড হতেও দেখা যায় তাকে।

যদিও ট্রোলিং নিয়ে খুব একটা মাথা ঘামান না অভিনেত্রী। প্রতিবারই তার ছবি বা ভিডিও ভাইরাল হলে নোংরা মন্তব্য আসে, সেসব এড়িয়ে যান তিনি। তবে সম্প্রতি মিডিয়ার সামনে তাঁর পোশাক নিয়ে চর্চার বিরুদ্ধে বিস্ফোরকভাবে মুখ খুলেছেন উরফি জাভেদ। সাংবাদিকদের সামনেই তাঁর পোশাক নিয়ে কাটা ছেঁড়া করা নিয়ে একপ্রকার ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী।

Urfi Javed,Urfi Javed Interview,Urfi Javed Video,উরফি জাভেদ,উরফি ভিডিও,Urvi Angry on Media,Urfi Dress

তাকে জিজ্ঞাসা করা হয় যে, নেটিজেনরা যে তাকে নিয়ে নান ধরণের মন্তব্য করে তা নিয়ে কি প্রতিক্রিয়া রয়েছে তার? যার উত্তরে অভিনেত্রী বলেন, আমার এটা খুবই খারাপ লাগে যখন মিডিয়া থেকে বাজে ভাবে আমাকে তুলে ধরা হয়। তবে যে মিডিয়ার সামনে ইন্টারভিউ দিচ্ছেন তাদেরকে কিছু বলেননি তিনি। বরং যারা তাকে নিয়ে তাঁর পোশাক ও অন্তর্বাস নিয়ে লেখে তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

Urfi Javed

উরফি জানান, ‘আমি চাড্ডি, ব্রা না পরি তাতে কি যায় আসে, তুমি নিজে পড়েছ তো সেটাকে খেয়াল রাখ’। এরপর তিনি এটাও বলেন যে যদি কিছু লিখতেই হয় তাহলে অনেক কিছু ভালো রয়েছে সেগুলো নিয়ে লেখা উচিত। এরপর অভিনেত্রীকে প্রশ্ন করা হয় যে তিনি কঙ্গনা রানাউতের শো ‘লকআপে’ যাচ্ছে কি না? যার উত্তরে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে না তিনি যাচ্ছেন না।

প্রসঙ্গত, উরফির এই সাক্ষাৎকারের ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়ার পরেই বেশ ভাইরাল হয়ে পড়েছে। ইতিমধ্যেই লক্ষাধিক লোকে দেখেছেন এই ভিডিও। আর ভিডিও দেখে অনেকেই নিজেদের মন্তব্যও জানিয়েছেন। কেউ অভিনেত্রীকে সাপোর্ট করেছেন তো কেউ এখানেও ট্রোলিং শুরু করেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥